চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) নিয়ে ফের সরগরম ভারতীয় রাজনীতি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা—পিওকে পুনর্দখল করতে গোপনে প্রস্তুতি নিচ্ছে ভারত।
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে সেনার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ সিং বলেন, “পাক অধিকৃত কাশ্মীর ছাড়া জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ। পিওকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তানও জানে, এই মাটি আসলে তাদের নয়। তাই এই অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য তারা জঙ্গি তৈরির কারখানা চালাচ্ছে।”
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “১৯৬৫ সালে আখনুরের মাটিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পাকিস্তানের সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছিল ভারত। যতবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে, ভারতীয় সেনা তাদের পরাজিত করেছে।”
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৬৫ সাল থেকে পাকিস্তান কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদে উস্কানি দিয়ে আসছে। রাজনাথ বলেন, “আমাদের মুসলিম ভাইয়েরাও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ভারতে থাকা জঙ্গিদের ৮০ শতাংশ পাকিস্তান থেকে এসেছে।”
পিওকে পুনর্দখলের বার্তা?
রাজনাথ সিংয়ের বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—পিওকে পুনর্দখলের জন্য কি মোদি সরকার গোপনে প্রস্তুতি নিচ্ছে? কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, নির্বাচনের পর পিওকে পুনরায় ভারতের অংশ করা হবে। রাজনাথ সিংও পিওকের বাসিন্দাদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, “পাকিস্তান আপনাদের বিদেশি মনে করে, কিন্তু ভারত আপনাদের নিজের মানুষ হিসেবে দেখে। আমাদের সঙ্গে যোগ দিন।”
আন্তর্জাতিক আদালতে ভারতের অবস্থান
পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ, এই দাবি বারবার আন্তর্জাতিক মঞ্চে জানিয়েছে ভারত। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতেও মামলা চলছে। তবে রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য এবং বিজেপি নেতাদের বার্তা থেকে স্পষ্ট, পিওকে নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান আগের চেয়ে আরও কঠোর হয়েছে।