Bangla Jago Desk: স্বাস্থ্য বীমার প্রিমিয়াম থেকে প্রত্যাহার করতে হবে জিএসটি।জীবন বীমা থেকে তুলে নিতে হবে পণ্য-পরিষেবা কর।দেশবাসীর স্বার্থে অর্থমন্ত্রীকে প্রতিবাদ পত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী । বৃহত্তর স্বার্থে কলম ধরলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।উল্লেখ্যে,বীমায় ১৮শতাংশ জিএসটি লাগু করায় বেকায়দায় পড়েছেন বৃহত্তর অংশের মানুষ।
[ আরও পড়ুন: collapsed in Baguiati: বাগুইআটিতে ভেঙে পড়ল তিনতলা বাড়ি]
তাই দেশের সব অংশের মানুষের কথা বিবেচনা করে জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলা যায়,আর্থিকভাবে দুর্বলও প্রবীণরা কেন্দ্রীয় করে বড় সমস্যায় পড়েছেন। বীমা কর্মীরাও দাবি তুলেছেন বীমায় কর তুলে নেওয়ার জন্য। কেন্দ্রের টনক না নড়ায় মোদি সরকারের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। জীবনের রক্ষাকবচে কেন্দ্রের কর কেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর। প্রয়োজনে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বীমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রতিবাদ পত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা#MamataBanerjee #tmc #NirmalaSitharaman pic.twitter.com/BxpW1yKwmY
— Bangla Jago Tv (@BanglaJagotv) August 2, 2024
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারত সরকারের কাছে আমাদের দাবি, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে জিএসটি তুলে নিন। কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। জিএসটি লাগু করার খারাপ প্রভাব পড়েছে। কারণ, এটা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার উপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কা তৈরি করেছে। যদি কেন্দ্র জনবিরোধী জিএসটি তুলে না নেয় তাহলে তৃণমূল কংগ্রেস পথে নামবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন।