ad
ad

Breaking News

Gopichand Hinduja

৮৫ বছর বয়সে প্রয়াত গোপীচাঁদ হিন্দুজা, শেষ হল এক যুগের কাহিনী

হিন্দুজাদের পারিবারিক ব্যবসা শুরু করেছিলেন গোপীচাঁদ হিন্দুজার বাবা পরমানন্দ হিন্দুজা ১৯১৪ সালে।

gopichand-hinduja-passes-away

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ভারতীয়-ব্রিটিশ শিল্পপতি এবং হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান গোপীচাঁদ পরমানন্দ হিন্দুজা ৮৫ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। মঙ্গলবার এই খবর ঘোষণা করেছেন টোরি দলের সদস্য রামি রেঞ্জার। ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য রেঞ্জার এক বিবৃতিতে আন্তরিক শোক প্রকাশ করে গোপীচাঁদ হিন্দুজাকে ‘সবচেয়ে দয়ালু, নম্র ও বিশ্বস্ত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তাঁর মৃত্যুতে একটি যুগের সমাপ্তি ঘটেছে।

গোপীচাঁদ হিন্দুজা চার হিন্দুজা ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বড় ভাই শ্রীচাঁদ হিন্দুজা ২০২৩ সালে মৃত্যুবরণ করেছিলেন। অন্য দুই ভাই হলেন প্রকাশ হিন্দুজা এবং অশোক হিন্দুজা। ইউকে সানডে টাইমস রিচ লিস্ট অনুসারে জিপি হিন্দুজা টানা সাত বছর ব্রিটেনের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন।

১৯৪০ সালে ভারতে জন্মগ্রহণ করেন গোপীচাঁদ হিন্দুজা। তিনি হিন্দুজা অটোমোটিভ লিমিটেডের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং দাদা শ্রীচাঁদ হিন্দুজার মৃত্যুর পরে ২০২৩ সালে গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। গোপীচাঁদ হিন্দুজা ১৯৫৯ সালে মুম্বইয়ের জয় হিন্দ কলেজ থেকে স্নাতক হন এবং পরে ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিক ডক্টর অফ ল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও লন্ডনের রিচমন্ড কলেজ তাঁকে সম্মানিক ডক্টরেট অব ইকনমিক্সে ভূষিত করেছে।

হিন্দুজাদের পারিবারিক ব্যবসা শুরু করেছিলেন গোপীচাঁদ হিন্দুজার বাবা পরমানন্দ হিন্দুজা ১৯১৪ সালে। গোপীচাঁদ এবং তাঁর দাদা শ্রীচাঁদ হিন্দুজা দায়িত্ব নিয়ে এটি বহু বিলিয়ন ডলারের গোষ্ঠীতে পরিণত করেছেন। হিন্দুজা গ্রুপের ব্যবসা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অটোমোটিভ, ব্যাঙ্কিং ও ফিনান্স, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট, বিদ্যুৎ, মিডিয়া এবং বিনোদন। তাদের কিছু সুপরিচিত ব্র্যান্ডের মধ্যে রয়েছে অশোক লেল্যান্ড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং এনএক্সটিডিজিটাল লিমিটেড।