চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: পরীক্ষার্থীদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সিবিএসই-র। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দশম শ্রেনীর পরীক্ষা দুই বারে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিবিএসই। জানা যাচ্ছে, ভারত তো বটেই, সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ২৬০ টি সিবিএসই স্কুলে লাগু হবে এই নিয়ম।
এই বিষয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতেই কেন্দ্রের বৈঠক। এই বৈঠকেই উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং সিবিএসই কর্তারা। একইসঙ্গে সেখানে ছিলেন এনসিইআরটি, কেভিএস ও এনভিএস-এর সদস্যরাও। সেখানেই প্রস্তুত করা হয়েছে এই সংক্রান্ত ড্রাফট।
সূত্র মারফত জানা যায়, আগামী সোমবারই জনসমক্ষে আনা হয়েছিলো আনা হবে তা। ইতোমধ্যেই সিবিএসই এই বৈঠক সংক্রান্ত বিষয় এক্স হ্যান্ডেল প্রকাশ্যে এনেছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসই নয়া পাঠক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানানো হয়।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ‘সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি করা হয়েছে। পড়ুয়াদের উপর বাড়তি চাপ না দেওয়ার জন্য এই পরিকল্পনা। লক্ষ্য একটাই, পড়ুয়াদের চাপ মুক্ত রাখা, যাতে শেখার দিকে বেশি মনযোগ দিতে পারে তারা।’
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই আভাসের কথা জানিয়েছিলেন গত জানুয়ারি মাসেই। তাঁর বার্তায় সেই সময় সিবিএসই পরীক্ষা বছরে দুবার হওয়ার কথা উঠে এসেছিল। জানা যায়, অন্যদিকে জাতীয় শিক্ষা নীতির প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টারে করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।