ad
ad

Breaking News

girlfriend murder

Girlfriend Murder: বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক

Bangla Jago Desk: উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেমিকার বিয়ের চাপ ও আর্থিক দাবিতে বিরক্ত হয়ে শেষমেশ তাঁকেই খুন করল যুবক। মৃত তরুণীর নাম অলকা বিন্দ (২২)। বিজ্ঞানে স্নাতকোত্তর স্তরের ছাত্রী ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, বারাণসীর মির্জামুরাদ এলাকার রূপাপুরের একটি ধাবা থেকে কম্বলে মোড়া অবস্থায় অলকার গলা কাটা দেহ উদ্ধার করা হয়(Girlfriend […]

Girlfriend Murder Over Marriage Pressure in Varanasi

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেমিকার বিয়ের চাপ ও আর্থিক দাবিতে বিরক্ত হয়ে শেষমেশ তাঁকেই খুন করল যুবক। মৃত তরুণীর নাম অলকা বিন্দ (২২)। বিজ্ঞানে স্নাতকোত্তর স্তরের ছাত্রী ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, বারাণসীর মির্জামুরাদ এলাকার রূপাপুরের একটি ধাবা থেকে কম্বলে মোড়া অবস্থায় অলকার গলা কাটা দেহ উদ্ধার করা হয়(Girlfriend Murder)। পরিবারের দাবি, বুধবার সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন অলকা। কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেননি। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন সকালে ধাবা থেকে তাঁর দেহ মেলে।

[আরও পড়ুন: Campus Assault: রয়েছে একাধিক নতুন নিয়ম, কবে খুলছে কসবা ল কলেজ?]

তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অলকার প্রেমিক সাহেবকে। জানা গেছে, ২০২৪ সালে এক বিয়ের অনুষ্ঠানে আলাপ হয় সাহেব ও অলকার(Girlfriend Murder)। সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্কে জড়ান দু’জন। তবে অলকা প্রায়ই সাহেবের কাছ থেকে টাকা চাইতেন এবং বিয়ের জন্য চাপ দিতেন বলেই দাবি করেছে পুলিশ। সাহেবকে বৃহস্পতিবার ভাদোহির তাঁর বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ পৌঁছাতেই তিনি এক কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। পাল্টা গুলিতে তাঁর পায়ে গুলি লাগে। বর্তমানে হাসপাতালে ভর্তি সাহেব। সেরে উঠলেই ফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

FB link: https://www.facebook.com/Banglajagotvofficial

বারাণসী পুলিশের ডেপুটি কমিশনার আকাশ পটেল জানান, অলকার ফোনের কল রেকর্ড, এলাকার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করেই সাহেবের সন্ধান পাওয়া যায়(Girlfriend Murder)। জেরা করে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। পুলিশের দাবি, প্রেমিকা বারবার বিয়ের জন্য চাপ দেওয়ায় এবং টাকার দাবি করায় বিরক্ত হয়ে খুনের সিদ্ধান্ত নেয় সাহেব। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজের নানা মহলে উঠছে প্রশ্ন—সম্পর্কের চাপের কি এমন ভয়ঙ্কর পরিণতি নাকি এরপিছনে রয়েছে অন্য কোন সম্পর্ক।