Bengla Jago Desk: মাত্র কিছু দিন আগেই চন্দ্রযান আর সূর্যযান নিজেদের কাজ শেষ করেছে সফলভাবে। এবার ইসরো এগিয়ে যাচ্ছে ভারতের প্রথমবারের মানব মিশন পরিচালনার দিকে। গগনযান মিশনের মাধ্যমেই মহাকাশে মানুষ পাঠাতে চায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তবে এ কথা আগেই জানানো হয়েছিল যে মিশন চূড়ান্ত হওয়ার আগে বেশকিছু ট্রায়াল পর্ব চলবে। মহাকাশচারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পরীক্ষা-নিরীক্ষা নেওয়া হবে। ২৫ অক্টোবর গগনযান মিশনের প্রস্তুতিতে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মহাকাশচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা। আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে ভারতের সবথেকে বড় মিশন। ইসরোর তাদের এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছে, “গগনযান মিশনের জন্য মনুষ্যবিহীন মহাকাশযান পরীক্ষা শুরু করবে ইসরো। স্ক্রু এস্কেপ সিস্টেমের কর্মক্ষমতা প্রদর্শনকারী ফ্লাইট টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১ (টিভি-ডি১) এর প্রস্তুতি চলছে।” জানা যাচ্ছে গগনযান মিশনের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় মহাকাশযান পাঠাবে ইসরো। এই মহাকাশযানটিতে থাকবেন তিন মহাকাশচারী। মিশনটিও হবে তিন দিনের।
তারপর সেটি অবতরণ করবে ভারত মহাসাগরে। তারই প্রস্তুতির জন্য এই পরীক্ষামূলক উৎক্ষেপণ যান তৈরি করছে ইসরো। কয়েক দিন আগে ইসরোর চিফ এস সোমনাথ ঘোষণা করেছিলেন, “গগনযান মিশনের কাজ চলছে। ক্রু মডিউল কী ভাবে কাজ করছে ও মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেই মডেল কতটা কার্যকরী তা নিশ্চিত করতে সেপ্টেম্বর বা অক্টোবরের শেষের দিকে একটি মিশন পরিচালনা করব। আশা ২০২৫ সালের মধ্যেই শুরু করে দিতে পারব গগনযান মিশন।”
Free Access