সংগৃহীত
Bangla Jago Desk: ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথৌয়ের মোবাইল ফোন চুরি হয়েছে দিল্লির চাঁদনি চক মার্কেটে। সম্প্রতি দীপাবলির কেনাকাটা করতে গিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি এই এলাকায় এসেছিলেন। মার্কেট ঘুরে ঘুরে দেখার সময় তার মোবাইলটি উধাও হয়ে যায়। ২০ অক্টোবরের এই ঘটনায় দিল্লি পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
রাষ্ট্রদূত মোবাইল হারানোর পর দ্রুত অভিযোগ দায়ের করেন। তিনি অনলাইনে একটি ই-অভিযোগও জমা দেন, এবং ফরাসি দূতাবাসের মাধ্যমে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের নজরে আনে। এরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে শুরু করে। রাষ্ট্রদূত তার অভিযোগে উল্লেখ করেন যে, তার মোবাইল ফোনটি জামার পকেটে ছিল এবং চাঁদনি চক মার্কেটের জৈন মন্দিরের সামনে থাকা অবস্থায় এটি চুরি হয়।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং বাজারের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। তারা চারজনকে শনাক্ত করে এবং গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
মোবাইলটি রাষ্ট্রদূতের কাছে ফিরিয়ে দেওয়ার পর দিল্লি পুলিশ একটি বিবৃতিতে জানায়, ধৃতরা ট্রান্স-যমুনা এলাকার বাসিন্দা এবং তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, চাঁদনি চক মার্কেটে একটি চোর চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে, যেখানে বহু সাধারণ মানুষের মোবাইল ও টাকার ব্যাগ চুরি হয়েছে। পুলিশ ধৃতদের মাধ্যমে ওই চক্রের মূল হোতাকে শনাক্ত করার চেষ্টা করছে। এই ঘটনায় বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে।