ad
ad

Breaking News

Raaj Kumar Anand

আপ ছেড়ে দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজকুমার বিএসপিতে আনন্দ, প্রার্থী হবেন নয়াদিল্লি আসনে

প্রার্থী হবেন নয়াদিল্লি আসনে।

Former Delhi minister Rajkumar Anand joins BSP after leaving AAP

Bangla Jago Desk : আগেই আপ ছেড়েছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজকুমার আনন্দ। কেজরিওয়ালের দলের বিরুদ্ধে দলিতদের গুরুত্ব নেই এই অভিযোগে দলত্যাগ বলে জানান তিনি। এবার বহু জন সমাজ পার্টিতে যোগদান আনন্দের। প্রার্থী হবেন নয়াদিল্লি আসনে।

গত মাসে আম আদমি পার্টি ছেড়েছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজকুমার আনন্দ। তারপর তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান বহু জন সমাজ পার্টিতে যোগদান করলেন আনন্দ। কেজরি ওয়ালের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণও জানালেন তিনি। আম আদমি পার্টিতে দলিতদের গুরুত্ব নেই এই অভিযোগ সামনে আনলেন তিনি। দলে যে কজন দলিত বিধায়ক ও পৌর প্রতিনিধি রয়েছেন তারা দলের থেকে প্রাপ্য সম্মান পান না, তাই তার দলত্যাগ, বলে জানান তিনি। দিল্লির আপ সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন আনন্দ। আচমকাই তার দলত্যাগ দিল্লির শাসক দলের কাছে বড় ধাক্কা বলেই মত রাজনৈতিক মহলের।

বহুজন সমাজ পার্টিতে যোগদানই নয় নয়া দিল্লি থেকে প্রার্থী হচ্ছেন রাজকুমার আনন্দ। ঐ কেন্দ্রের হেভিওয়েট বিজেপি প্রার্থী বাসুরি স্বরাজ ও আপ প্রার্থী সোমনাথ ভারতী। ২৫ মে ষষ্ঠ দফা নির্বাচনে নয়া দিল্লি কেন্দ্রের ভোটগ্রহণ। শেষ হাসি কে হাসে  সেটাই এখন দেখার। অন্যদিকে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল বর্তমানে জেলে। সেখান থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। আপ সুপ্রিম  অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রথম মুখ্যমন্ত্রী,  যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন।