ad
ad

Breaking News

Forced Recruitment

Forced Recruitment: ভালো বেতনের চাকরির টোপ! হায়দ্রাবাদের যুবককে জোর করে রাশিয়ার সেনা পাঠাল ইউক্রেন যুদ্ধে

৫ এপ্রিল রাশিয়ায় পৌঁছানোর পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Forced Recruitment: Indian Youth Sent to Ukraine War

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: হায়দ্রাবাদের যুবক মহম্মদ আহমেদ রাশিয়ায় ভাল বেতনের চাকরির প্রস্তাব পেয়ে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি জানা গেছে, তাঁকে জোর করে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে পাঠানো হয়েছে। বর্তমানে আহমেদের অবস্থান রাশিয়া-ইউক্রেন সীমান্ত এলাকায়। পরিবারের দাবি, আহমেদ একজন এজেন্টের মাধ্যমে রাশিয়ায় চাকরির প্রস্তাব পেয়েছিলেন। হায়দরাবাদের একটি রেস্তোরাঁয় বাউন্সারের কাজ করা এই যুবক রাশিয়ায় একটি নির্মাণ সংস্থায় কাজের জন্য পাড়ি দেন। ২৫ এপ্রিল রাশিয়ায় পৌঁছানোর পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।আহমেদের আত্মীয় ফিরদৌস বেগম জানিয়েছেন, ‘আহমেদের হাতে বন্দুক ধরিয়ে বলা হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে হবে।

আরও পড়ুনঃ মোদি-ট্রাম্পের মধ্যে কোনও কথাই হয়নি! রাশিয়ার তেল কেনা বন্ধ বিষয়ে জানাল বিদেশ মন্ত্রক

তাঁকে জোর করে সেনা বাহিনীর গাড়িতে বসলিয়ে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।’ দাবি করা হয়েছে, আহমেদ গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পড়ে গিয়ে পায়ে চোট পান। পরে জোর করে যুদ্ধক্ষেত্রে নেওয়া হয়।আহমেদের স্ত্রী জানিয়েছেন, ‘আমার স্বামী এবং আরও ৩০ জনকে একটি প্রত্যন্ত এলাকায় নিয়ে গিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের মধ্যে ছ’জন ভারতীয়ও রয়েছেন।’ এটি প্রথম ঘটনা নয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে অনুরূপভাবে যুবকদের রাশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া এবং জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশ থেকে ১৩ জন এবং সম্প্রতি গুজরাতের এক যুবককেও একই পরিস্থিতিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে, মহম্মদ আহমেদকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/