চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : কখনও রেললাইনে কংক্রিটের স্ল্যাব, তো কখনও বিস্ফোরকের ঘটনা। সাম্প্রতিক সময়ে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় রেলের যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। এসব ঘটনা ছাপিয়ে এবার এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকালে তামিলনাড়ুতে এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন।
Today pallavan express…. Karaikudi to chennai……
Fire accident in karaikudi sriram nagar to kaanaadukaathan.#Railways #fire pic.twitter.com/DL2uGP57xK— അപ്പൂട്ടൻ☺️ (@apn__10) October 1, 2024
[ আরও পড়ুন : Leopard Attack: উত্তরপ্রদেশের খেরিতে চিতার আতঙ্ক, উদ্ধার কৃষকের রক্তাক্ত দেহ ]
জানা গেছে, পল্লবন এক্সপ্রেস সকালে কড়াইকুডি থেকে চেন্নাই অভিমুখে রওনা হয়েছিল। সকাল সাড়ে ৫টা নাগাদ চেতিনাদ স্টেশনের কাছে ট্রেনের নিচে আগুন লক্ষ্য করা যায়। আতঙ্কে কিছু যাত্রী ট্রেন থেকে লাফ দেন। সৌভাগ্যক্রমে অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি থেমে ছিল, তাই কোনও হতাহত হয়নি। সকল যাত্রী নিরাপদে ট্রেন থেকে নেমে আসেন। দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেনটির ব্রেক বাইন্ডিংয়ে সমস্যা ছিল। এর ফলে ঘর্ষণ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নজরে আসার পর ট্রেন থামিয়ে যাত্রীদের নামানো হয়। আগুন নিভিয়ে ব্রেকের সমস্যা মেরামত করা হয়। এরপর প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি আবার রওনা দেয়। তবে এই ঘটনা ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
[ আরও পড়ুন : ঝুঁকি নিয়ে নদী পারাপার, পাকা সেতু গড়তে চায় প্রশাসন ]
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে রেল দুর্ঘটনা এবং ষড়যন্ত্রের তত্ত্ব প্রকাশ্যে এসেছে। রেললাইনে কংক্রিটের স্ল্যাব বা ফিসপ্লেট খোলা রাখার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ট্রেন জেহাদের ষড়যন্ত্র বলে তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। মধ্যপ্রদেশে সেনা জওয়ানদের ট্রেনে বিস্ফোরণের ষড়যন্ত্র এবং কানপুরে বড় রেল দুর্ঘটনার ষড়যন্ত্র সামনে এসেছে। এর আগে রেললাইনে গ্যাস ভর্তি সিলিন্ডার, পেট্রোলের বোতল, বারুদ পাওয়া গেছে। এসবের পাশাপাশি রেলের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার প্রমাণ এই ঘটনা।