Bangla Jago Desk: গত চারমাসে দেশজুড়ে একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে। কখনও ট্রেন লাইনচ্যুত হচ্ছে, কখনও আবার চলন্ত বগিতে আগুন লেগে যাচ্ছে। বুধবার সন্ধেয় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল একটি ট্রেনে। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের এটা এলাকার সরাই ভূপত স্টেশনে কাছে দিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন ধরে যায়। তিনটি স্লিপার কামরা আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলেছে।
সূত্রের খবর, এদিন সরাই ভূপত স্টেশন পার করার সময় ট্রেনের কামরার বাইরে কালো ধোঁয়া দেখেন স্টেশন মাস্টার। সঙ্গে সঙ্গে ট্রেন চালককে খবর দেওয়া হয়। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন তাঁরা। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
গত অগাস্ট মাসে তামিলনাড়ুর মাদুরাইয়ের এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জ্বলে যায় দুটি কামরা। প্রাণ যায় আটজনের। তাঁর আগে উড়িষ্যার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও ভোলেনি দেশবাসী। তারমধ্যেই এদিন ফের ট্রেনে আগুন লাগার ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও বুধবার দিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
Free Access