ad
ad

Breaking News

Karnataka

বিয়েতে রাজি নয়, শ্বাসরোধ করে নিজের মেয়েকেই খুন করলেন বাবা

পুলিশ জানিয়েছে, সম্প্রতি তরুণীর বাবা মোতিরাম এক পাত্রের সন্ধান আনেন এবং মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু তরুণী বিয়েতে আগ্রহী ছিলেন না। তিনি বাবার ঠিক করা পাত্রকেই শুধু নয়, পুরো বিয়ের ব্যাপারেই আপত্তি জানান। এই নিয়ে বাবা-মেয়ের মধ্যে দীর্ঘ সময় তর্ক হয়।

Father strangles daughter to death after refusing to marry her

চিত্র- প্রতীকী

Bangla Jago Desk: কর্নাটকের বিদর জেলার সাতপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বিয়েতে রাজি না হওয়ায় বাবার হাতেই প্রাণ হারালেন ১৮ বছরের এক তরুণী। অভিযোগ, নিজের পছন্দের পাত্রকে বিয়ে করতে অস্বীকার করায় বাবাই তাঁকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তরুণী কিছুদিন আগে গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁরা একসঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিলেন। পরে পুলিশ তাঁদের খুঁজে এনে পরিবারের হাতে তুলে দেয়। এরপর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তবে এই ঘটনার পর থেকেই বাবার রাগ তরুণীর প্রতি বেড়ে গিয়েছিল বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি তরুণীর বাবা মোতিরাম এক পাত্রের সন্ধান আনেন এবং মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু তরুণী বিয়েতে আগ্রহী ছিলেন না। তিনি বাবার ঠিক করা পাত্রকেই শুধু নয়, পুরো বিয়ের ব্যাপারেই আপত্তি জানান। এই নিয়ে বাবা-মেয়ের মধ্যে দীর্ঘ সময় তর্ক হয়।

অভিযোগ, এরপর রাগের মাথায় মোতিরাম প্রথমে লাঠি দিয়ে মেয়ের মাথায় আঘাত করেন। তারপর মাটিতে লুটিয়ে পড়া রক্তাক্ত মেয়ের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন। ঘটনার সময় তরুণীর মা বাড়িতে ছিলেন না।

শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। শনিবার অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। কেন এই হত্যাকাণ্ড, কী কারণে এতটা ক্ষোভ, অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না—সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।