ad
ad

Breaking News

Neet Exam

Neet Exam : রিলের মুন্নাভাই এমবিবিএস রিয়েল লাইফে, রাজস্থানে গ্রেফতার ভুয়ো নিট পরীক্ষার্থী ও তার বড়ভাই!

সিনেমার মুন্নাভাই এমবিবিএসের মতোই বাস্তবে দেখা যায়, নিট পরীক্ষা দিতে আসেন রাজস্থানের বারমেরের যুবক ভগীরথ রাম বিশনই।

Fake NET exam candidate and his elder brother arrested in Rajasthan!

Bangla Jago Desk : ১০ লক্ষ টাকার ডিল করা হয়। আর তার বিনিময়ে অন্যের হয়ে নিট পরীক্ষা দিতে আসে ধরা পড়ে গেল অভিযুক্ত এক যুবক। জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল রাজস্থানের ভরতপুরে। সিনেমার মুন্নাভাই এমবিবিএসের মতোই বাস্তবে দেখা যায়, নিট পরীক্ষা দিতে আসেন রাজস্থানের বারমেরের যুবক ভগীরথ রাম বিশনই।

তাঁর বিরুদ্ধে অভিযোগ,সহদর গোপাল রামের হয়ে পরীক্ষা দিতে আসেন তিনি।এবিষয়ে পুলিশ সুপার নরেন্দ্র সিং মিনা জানিয়েছেন,রবিবার  আনত্রি দেবী সরকারি গার্লস স্কুলে পরীক্ষা দিতে আসে ভগীরথ রাম।পরিচয়পত্র দেখার সময় ভগীরথ ধরা পড়ে যায়।স্পষ্ট হয় ভুয়ো পরীক্ষার্থী হিসেবে পরীক্ষার হলে বসে ভগীরথ।গোপাল রামের জায়গায় সে পরীক্ষা দিতে আসে।সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপ্যাল অনিতা চৌধুরী জানিয়েছেন,আধার কার্ডে ছবি বদল করে অভিযুক্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে।

আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে, ভগীরথ রাম বিশনই এখন এসএনমেডিক্যাল কলেজে পড়াশোনা করেছেন। রাজস্থানে এর আগে অভিষেক গুপ্ত নামে একজন গ্রেফতার হয়।বারবার এই নিট পরীক্ষা নিয়ে রাজস্থানে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসায় ২০১৩সালের ব্যাপম কেলেঙ্কারির  ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই।বেআইনি কাজের শিকড়ে কারা রয়েছে তা সেরাজ্যের প্রশাসন তদন্ত করুক চায় মেধাবী পরীক্ষার্থীরা।