চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ আসছে। জল্পনা দেবেন্দ্র ফড়নবীশই হতে চলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দেবেন্দ্রকে মেনে নিতে রাজি আছেন একনাথ শিন্দে। শিন্দের সঙ্গে সহমতের ভিত্তিতে ক্ষমতার কুর্সিতে বসতে পারেন দেবেন্দ্র ফড়নবীশ। নাগপুরের ঘনিষ্ঠ দেবেন্দ্র প্রশাসনের খুঁটিনাটি সবকিছু জানেন। এর আগে ফড়নবীশের নেতৃত্বেই মহারাষ্ট্রে জোট সরকার চলে। এখন জোটের মুখ কে হবেন তাই নিয়ে আবার বৈঠকে বসছে এনডিএ।সেইমতো ঠিক হবে পরবর্তী সরকারের রূপরেখা।
এনডিএ-র তরফে আরও জানা যাচ্ছে,বিজেপি চাইছে ঐক্যমত্যের একটা চেহারা তুলে ধরতে।কোনওভাবেই যাতে এনডিএ-র ফাটল না ধরে সেজন্য একনাথ শিন্দে ও অজিত পাওয়ারের মধ্যে বোঝাপড়া বাড়াতে। অজিতকে এই জোটের উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে।আর একনাথের জায়গায় শিবসেনা শিন্দে গোষ্ঠীর অন্যকাউকে উপ-মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হতে পারে। এর মাঝে একনাথ শিন্দে ঘোষণা করেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদে যাঁকে বেছে নেবেন শরিক দল হিসেবে শিবসৈনিকরা তাঁর পাশে থাকবে। তাই এই অবস্থায় ঐক্যমত্যের ভিত্তিতে নতুন সরকার গড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই মুখ্যমন্ত্রী পদ না-ছাড়ার বিষয়টিতে কার্যত অনড় ছিলেন শিবসেনা নেতা তথা বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে।নানা টানাপোড়েনের পরে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর দৌড় থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দেন তিনি। মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা করতে পারেননি জোট নেতৃত্ব। তবে বিজেপি নেতৃত্ব ঘরোয়া ভাবে জানিয়েছেন, শিন্দে পিছিয়ে আসায় পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফডণবীসের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা কেবল সময়ের অপেক্ষা।