চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত ১। জখম আরও ৫ জন। রবিবার সকালে তামিলনাড়ুর বিরুদ্ধনগর জেলায় সাত্তুরের কাছে একটি গ্রামে ঘটে এই ঘটনা(Factory Explosion)। তবে দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে খবর রয়েছে, ওই কারখানার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। বেপাত্তা কারখানার মালিক।
[আরও পড়ুন: Dress Code: পোস্টার বিতর্ক! মন্দিরে প্রবেশের ক্ষেত্রে জিন্স, মিনি স্কার্টে ‘না’]
সূত্রের খবর, ওই কারখানায় ছিল ৫০ তির বেশি ঘর। কারখানার মালিকরা রবিবার সকালে কাজ শুরু করার কিছু সময়ের মধ্যেই আগুন দেখা যায় একটি ঘরের মধ্যে(Factory Explosion)। অতিরিক্ত দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই আশেপাশের ঘর গুলিতেও ছড়িয়ে পড়ে সেই আগুন। মুহুর্তের মধ্যেই প্রায় ১০ টি ঘরে আগুন লেগে যেতে দেখা যায়, খবর স্থানীয় সূত্রে। এই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার কথা ছড়িয়ে পড়তেই প্রাথমিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয়রা। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন তারা। এরপর দমকলে খবর দেওয়া হলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
লিঙ্ক: https://www.facebook.com/Banglajagotvofficial/
এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ১জনের। আহত ৫ জনের মধ্যে রয়েছেন ২ জন তরুণও(Factory Explosion)। আহতদের উদ্ধার করে দ্রুত ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজস্ব বিভাগের আধিকারিক ও স্থানীয় থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, ওই বাজি কারখানায় থাকা অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে কাজ করছিল কিনা। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার পর থেকেই নিখোঁজ কারখানার মালিক। অন্যদিকে কারখানার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে পুলিশ আটক করে শুরু করেছে জিজ্ঞাসাবাদ।