ad
ad

Breaking News

Lok sabha Election 2024

নির্বাচনী বন্ড ‘তোলাবাজি’র কৌশল’ ও ‘ভয় দেখানোর পন্থা’, ভোট প্রচারে মোদিকে তোপ রাহুলের

নির্বাচনী বন্ডকে ‘তোলাবাজি’র কৌশল ও ‘ভয় দেখানোর পন্থা’ হিসেবে বিজেপি ব্যবহার করেছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

Election bond 'Tolabaji' strategy and 'Vart Parla', Rahul's campaign for Modi

Bangla Jago Desk : নির্বাচনী বন্ডকে ‘তোলাবাজি’র কৌশল ও ‘ভয় দেখানোর পন্থা’ হিসেবে বিজেপি ব্যবহার করেছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়েনাড় আসনে ভোট প্রচারে নির্বাচনী বন্ডকে অস্ত্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচনী বন্ড সব চেয়ে বড় দুর্নীতি। আর তাকে আড়ালের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি এক সংবাদ সংস্তাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে সানা গিয়েছিল, নির্বাচনী বন্ড আনার মূল কারণই হল নির্বাচনে কালো টাকার লেনদেন রোখা। তাতে কাকে কে টাকা দিচ্ছে তা সামনে আসছিল। এই বন্ডই বন্ধ হচয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের উপরই তার প্রভাব পড়বে, ভুগবে সকলকে। এবার প্রধানমন্ত্রীর এই বক্তব্যকেই অস্ত্র করলেন রাহুল গান্ধী। নির্বাচনী বন্ডকে তোলাবাজির কৌশল ও ভয় দেখানোর পন্থা হিসেবে বিজেপি ব্যাবহার করছে বলে কংগ্রেস নেতার অভিযোগ। ওয়েনাড় আসনে ভোট প্রচারে নির্বাচনী বন্ডকে অস্ত্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর কটাক্ষ, ছোট শহর ও গ্রামে কিছু মানুষ শারীরিকভাবে হেনস্থা করে পথচবতি মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করে।

আর নরেন্দ্র মোদি সেটাকে নির্বাচনী বন্ড বলে থাকেন। রাহুল বলেছেন, চোরেরা যা করে থাকে, দেশের প্রধানমন্ত্রী সেটাকেই নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক মানে। রাহুলের অভিযোগ, বিজেপি ভয় দেখিয়ে টাকা আদায় করেছে শিল্পপতিদের কাছ থেকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হয়েছিল এই নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে। প্রথম ইডি, সিবিআই, আয়কর বিভাগের তরফ থেকে আধিকারিকরা গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা শিল্পপতি আদানিকে এটা ওটা দিতে হবে বলে দাবি করেন। একই সঙ্গে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের প্রশ্ন, আদানি গোষ্টীকে কীভাবে মুম্বই বিমানবন্দর দেওয়া হল। এই নির্বাচনী বন্ডের মতো সব থেকে বড়ো দুর্নীতিকে আড়ালের চেষ্টা করছেন বলেও রাহুল গান্ধির অভিযোগ।