ad
ad

Breaking News

রাজস্থানের কংগ্রেস নেতা

রাজস্থানেও বড়সড় ইডি হানা! কংগ্রেসের সভাপতি বাড়িতে তল্লাশি, গেহলটের পুত্রকে তলব

Bangla Jago Desk: ভোটের আগে রাজস্থানের একাধিক কংগ্রেস নেতার বাড়িতে ইডির অভিযান। মরুরাজ্যের রাজনীতিতে এই অস্ত্র হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করছেন কংগ্রেস নেতৃত্ন। রাজস্থানে ২৫ নভেম্বর ভোট। সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ের মতোই রাজস্থানেও গেরুয়া শক্তি পিছনে চলে যেতে পারে। রাজনৈতিক মেরুকরণের স্ট্রাটেজি নিয়ে বিজেপি চললেও এই রাজ্যে তারা সেভাবে লক্ষ্যভেদ করতে পারবে না বলে […]

Bangla Jago Desk: ভোটের আগে রাজস্থানের একাধিক কংগ্রেস নেতার বাড়িতে ইডির অভিযান। মরুরাজ্যের রাজনীতিতে এই অস্ত্র হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করছেন কংগ্রেস নেতৃত্ন। রাজস্থানে ২৫ নভেম্বর ভোট। সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ের মতোই রাজস্থানেও গেরুয়া শক্তি পিছনে চলে যেতে পারে। রাজনৈতিক মেরুকরণের স্ট্রাটেজি নিয়ে বিজেপি চললেও এই রাজ্যে তারা সেভাবে লক্ষ্যভেদ করতে পারবে না বলে দলের শীর্ষ নেতাদের তথ্যতল্লাশে উঠে এসেছে। অন্দরমহলের রিপোর্টেও অশনিসংকেত পাচ্ছে বিজেপি।কংগ্রেস বলছে, তাই মরিয়া হয়ে কর্ণাটক স্টাইলে খেলতে চাইছে বিজেপি। তথ্য বলছে, ২০২০ সালে জয়পুরের দুই ব্যক্তি গেহলট-পুত্রের বিরুদ্ধে ‘শিবনার হোল্ডিংস’ নামে একটি মরিশাস-ভিত্তিক কোম্পানির মাধ্যমে বেআইনি ভাবে অর্থ পাচারের অভিযোগ তুলেছিল।

তাঁদের অভিযোগ, ২০১১ তে বৈভব ওই কোম্পানির মাধ্যমে বেনামে ট্রাইটন হোটেলের ২,৫০০ শেয়ার কিনেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদ কিরোরিলাল মিনা ইডির কাছে গেহলট-পুত্রের বিরুদ্ধে তদন্তের আবেদন জানান। কিন্তু দীর্ঘদিন চুপ থাকার পর তিন বছর পরে বিধানসভা ভোটের মুখে সেই তদন্তে সক্রিয় হল ইডি। গেহলট পুত্র বৈভবকে তলব করার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি ইডি, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরার বাড়িতেও অনুসন্ধান চালায়। ইডি সূত্রে জানা গেছে, দু’টি পুরনো মামলার সূত্র ধরেই মরুরাজ্যে তাঁদের এই অভিযান। সব কিছু ছাপিয়ে সামনে চলে এসেছে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন।গেহলটের তোপ, এই ঘটনাই প্রমাণ করছে রাজস্থানে কংগ্রেস জিততে চলছে।’’

তাঁর দাবি, ‘‘রাজস্থানে মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করেছে কংগ্রেস সরকার। তার পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতে ইডির অভিযান, আর বৈভবকে ইডির সামনে হাজির হওয়ার জন্য সমন। ২বছর আগে রাজস্থানে ১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের নির্বাচন হয়েছিল। ১৭৭৫ টি আসনের মধ্যে ১৭৭৪ টি আসনের ফল ঘোষিত হয়। কংগ্রেস পায় ৬২০টি, বিজেপি পায় ৫৪৮টি আসন। এখন এই টাফ ফাইটে বিজেপির অগ্নিপরীক্ষা। চব্বিশের আগে তাই রুটি কাপড়া মাকানের মতো ইস্যু ছেড়ে বিজেপি রামমন্দিরের মতোই এই এজেন্সিকে ব্যবহার করছে বলে কংগ্রেস নেতৃত্ব মনে করছেন।

Free Access