চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মিনি স্কার্ট, জিন্স পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। মধ্যপ্রদেশের প্রায় ৪০ টি মন্দিরে দেখা গেল এমনই পোস্টার। যে পোস্তারকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক(Dress Code)। পোস্টারে উল্লেখ রয়েছে, মন্দিরে প্রবেশে ক্ষেত্রে ভারতীয় সংস্কৃতি মেনেই পড়তে হবে পোশাক।
[আরও পড়ুন: Abhishek Bachchan: ‘কালীধর লাপাতা’-এ ছকভাঙা অভিষেক, ফের ছেলের সাফল্যে গর্বিত অমিতাভ]
‘মহাকাল সংঘ বজরং দল’-এর নামে যে পোস্টার দেওয়া হয়েছে সেখানে লেখা ‘ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে এলে তবেই মন্দিরে প্রবেশ করুন। অন্যথায় বাইরে থেকেই মন্দির দর্শন করুন(Dress Code)।’ এমনকি সেখানে উল্লেখ রয়েছে, মহিলাদের মাথা ঢাকা অবস্থায় প্রবেশ করতে হবে মন্দিরে।
লিঙ্ক: https://www.facebook.com/Banglajagotvofficial/
এই পোস্টের ভাইরাল হতেই মুখ খোলেন সংগঠনের জেলা মিডিয়া ইনচার্জ। তার কথায়, ভারতীয় সংস্কৃতিকে রক্ষার্থে প্রাথমিকভাবে জব্বলপুরের ৩০ থেকে ৪০টি মন্দিরে দেওয়া হয়েছে এই পোস্টার(Dress Code)। ভবিষ্যতে আরও কিছু মন্দিরে এমন পোস্টার দেওয়া হবে। তাঁর মতে, ‘মহিলারা ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জন্য তাদের কাছে ভারতীয় সংস্কৃতি মেনেই চলার অনুরোধ’। অন্যদিকে এই পোস্টার ভাইরাল হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। শুরু হয়েছে বিতর্ক। অনেকের মত, এই পোস্টারের মাধ্যমে মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে।