ad
ad

Breaking News

Varanasi station

বারাণসী স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ২০০-র বেশি গাড়ি

বারাণসী রেলস্টেশন চত্বরে অগ্নিকাণ্ড। রেলস্টেশনের পার্কিংলটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই প্রায় ২০০টির বেশি মোটরবাইক।

Devastating fire at Varanasi station, over 200 vehicles gutted

Bangla Jago Desk: বারাণসী রেলস্টেশন চত্বরে অগ্নিকাণ্ড। রেলস্টেশনের পার্কিংলটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই প্রায় ২০০টির বেশি মোটরবাইক। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক গোটা এলাকাজুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী এবং রেলকর্মীরা। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দমকলে খবর দেওয়া হলে দমকল বাহিনীও গিয়ে পৌঁছয় সেখানে। প্রথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান আরপিএফের কর্মীরা।

[আরও পড়ুনঃ আদিবাসীদের কাছে পৌঁছচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, সরব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

পুলিশ সূত্রে খবর,শনিবার সকালেই ওই পার্কিংলটে আগুন দেখতে পান  স্থানীয়রা। পরে আরপিএফের নজরে আসে সেই আগুন। আগুন নেভক্ষানোর কাজ শুরু করতে করতেই আঘুন ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গাতে। আগুন ধরতে শুরু করে একের পর এক পার্কিংলটে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে।  দমকলের ১২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রে আনার কাজ শুরু করলে প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন।

[আরও পড়ুনঃ পেডিকিউর করাতে ফিশ স্পা করাচ্ছেন, তা কি আদৌ নিরাপদ?

এই অগ্নিকাণ্ডের ফলে প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বারাণসীর ওই রেলস্টেশন চত্বরের পার্কিংলটে প্রাথমিকভাবে রাত ১০টা নাগাদ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলবাহিনী পৌঁছলে, কিছু ঘণ্টার ব্যবধানে আবারও শর্টসার্কিট হয় সেখানে। দ্বিতীয়বার শর্টসার্কিট থেকে পেট্রলচালিত মোটরবাইকগুলিতে আগুন ধরে যায় বলে অনুমান দমকলের। তবে ইতিমধ্যেই গোটা ঘটনা কীভাবে ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত।