ad
ad

Breaking News

বায়ুদূষণ

ধোঁয়াশায় মুখ ঢেকেছে রাজধানী! চিন্তা বাড়াছে দিল্লি বাসিন্দাদের

Bengla Jago Desk: দশেরা দিনে রাবণ দহন করা হয়েছে রাজধানী দিল্লির নানা প্রান্তে। এর জেরে দিল্লিতে দূষণের মাত্রা ফের বাড়ল। দিল্লিজুড়ে দূষণের ফলে ধোঁয়াশার চাদর সৃষ্টি হয়েছে। উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে দৃশ্যমানতা।সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রকাশিত তথ্যানুসারে, সারা দেশের বিভিন্ন শহরগুলির ভিতর সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার দিল্লি। দিল্লিতে দূষণের মাত্রা উত্তরোত্তরভাবে বাড়ছে বলে জানা গিয়েছে। ব্যাপক […]

Bengla Jago Desk: দশেরা দিনে রাবণ দহন করা হয়েছে রাজধানী দিল্লির নানা প্রান্তে। এর জেরে দিল্লিতে দূষণের মাত্রা ফের বাড়ল। দিল্লিজুড়ে দূষণের ফলে ধোঁয়াশার চাদর সৃষ্টি হয়েছে। উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে দৃশ্যমানতা।সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রকাশিত তথ্যানুসারে, সারা দেশের বিভিন্ন শহরগুলির ভিতর সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার দিল্লি। দিল্লিতে দূষণের মাত্রা উত্তরোত্তরভাবে বাড়ছে বলে জানা গিয়েছে।

ব্যাপক বায়ুদূষণের প্রভাব পড়ছে রাজধানীর বাসিন্দাদের ওপরও।রাজধানী দিল্লিতে বায়ুদূষণ উদ্বেগজনক আকার নিলেও কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে, সেব্যাপারে এখনও কোনও সুনির্দিষ্ট দিশা নেই প্রশাসনের।এছাড়া গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরগাঁও থেকে শুরু করে গোটা রাজধানীই বায়দূষণের শিকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দিল্লিতে বায়ুদূষণের জেরে দৃশ্যমানতা হ্রাস পাওয়ার ফলে পথ দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

পরিস্থিতি মোকাবিলায় ট্র্যাফিক পুলিশকে বিশেষ সতর্কতা সহকারে কাজ করতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন রাস্তায় দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি এখন অত্যন্ত ধীর।শীতকালে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা আরও বাড়ে। এজন্যে স্কুলকলেজ-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখে প্রশাসন। এবছরও তার অন্যথা হবে না বলেই মনে করছে প্রশাসন।  গ্রেটার নয়ডার মতো রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় একিউআই রেট ৩৫৪ বলে জানা গিয়েছে।

Free Access