ad
ad

Breaking News

Earthquake

ফের কেঁপে উঠল দিল্লি, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান

আতঙ্কে ঘুম ভেঙে যায় অনেকেরই। বেড়িয়ে আসেন তারা রাস্তায়।

Delhi trembles again, earthquake source in Afghanistan

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ভোরের আলো ফোটার আগেই আচমকাই কেঁপে উঠল বাড়িঘর, রাস্তাঘাট সর্বত্র। আতঙ্কে ঘুম ভেঙে যায় অনেকেরই। বেড়িয়ে আসেন তারা রাস্তায়। বুধবার ভোরে দিল্লি ও তার সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের অভিজ্ঞতা খানিকটা এমনই ছিল। জানা যায় দিল্লির রাজধানীও কেঁপে ওঠে আফগানিস্তানের ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য বলছে আফগানিস্তানের কম্পন অনুভূত হয় বুধবার ভোর ৪ টে ৪৪ মিনিট নাগাদ। আফগানিস্তানের বাঘনাল থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে ও ভূপৃষ্ঠ থেকে অন্তত পক্ষে ৭৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সোশ্যাল মিডিয়াতে অনেকের ই দাবি যে, এই ভূমিকম্পের রেশ গিয়ে পড়ে দিল্লিতেও। দিল্লিবাসীও সেই কম্পন অনুভব করে বলে জানা যায়।

প্রসঙ্গত প্রায়শই ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ঘন ঘন সেখানে কম্পনের কারণে সে দেশের মানুষ আতঙ্কিত। আফগানিস্তানে ভূমিকম্পে হয় ২১ মার্চও। কম্পনের মাত্রা তখন ছিল ৫। তার আগে ১৩ মার্চ ভূমিকম্পে কেপেছিল আফগানিস্তান। জানা যায়, বুধবার আফগানিস্তানে ভূমিকম্পের পরই কিছু ঘণ্টা পেরোতে না পেরোতেই কম্পন অনুভূত হয় ফিলিপিন্সে। বিগত বেশ কিছু দিনেই ভূমিকম্প হয় এশিয়ার বেশ কয়েকটি দেশে। সপ্তাহ দুই আগেই পর পর দুবার কেঁপে ওঠে মায়ানমার। সেবারের কম্পনও অনুভূত হয় দিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চলে। কলকাতা তেও মৃদু কম্পন অনুভূত হয়েছিল। মায়ানমারে সেইসময় কমপক্ষে ৩০০০ জন প্রাণ হারিয়েছেন। অনেকেই ঘরছাড়াও হয়ে পড়েছিলেন।