চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছে গেল দিল্লির দূষণের মাত্রা। মঙ্গলবার সকালে দিল্লিবাসীর ঘুম ভাঙল ঘন কুয়াশার মধ্যে। একদিকে ধোঁয়াশার ঘনত্ব, অন্যদিকে বায়ুর গতিবেগ একেবারে মৃদু- যার ফলে দূষণের মাত্রা লাফিয়ে বাড়ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) জানিয়েছে, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নেওয়া মানে দিনে সাতটিরও বেশি সিগারেট খাওয়ার সমান ক্ষতি ফুসফুসে।এদিকে, সুপ্রিম কোর্টে দিল্লির দূষণ সংক্রান্ত মামলার শুনানিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— প্রশাসনের কাছেই নেই দূষণ সম্পর্কিত নির্ভুল পরিসংখ্যান। এই প্রকাশে কেন্দ্রীয় সরকারের অস্বস্তি আরও বেড়েছে (Delhi Pollution)।
আরও পড়ুনঃ ৫০ লক্ষ টাকার গয়না চুরি, জড়িত গৃহবধূ! হাথরাসে চমকপ্রদ ঘটনা
রাজনৈতিক তরজাও শুরু হয়েছে রাজধানীর বিষবাতাস ঘিরে। কংগ্রেস নেতা রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তীব্র আক্রমণ করেন বিজেপিকে। তাঁর অভিযোগ, প্রতিবছর দিল্লির দূষণ একই থাকে, কেবল বিজেপি তার অজুহাত বদলায়। এখন তো কেন্দ্র ও দিল্লি— দুই জায়গাতেই বিজেপির শাসন, অজুহাত নয়, মানুষ পরিষ্কার বাতাস চায়। রাহুলের সঙ্গে পোস্ট করা ভিডিওতে তাঁকে এক পরিবেশবিদের সঙ্গে দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দেখা যায়।পালটা আক্রমণে নামেছে বিজেপি। দলের নেতা মনজিন্দর সিং সির্সা এক সোশাল মিডিয়া পোস্টে লেখেন, দিল্লির বর্তমান দূষণের জন্য দায়ী ১৫ বছরের কংগ্রেস সরকার এবং ১০ বছরের আপ সরকার। বিজেপি আমলেই এই দশকে সবচেয়ে উন্নত বায়ুর মান রেকর্ড হয়েছে (Delhi Pollution)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
রাজনৈতিক চাপানউতোরের মাঝেই পরিস্থিতি ভয়াবহ। সিপিসিবি-র ওয়েবসাইট অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টায় দিল্লির গড় একিউআই দাঁড়িয়েছে ৩০৯, যা ‘খুব খারাপ’ স্তর। আলিপুর, আনন্দ বিহার, বুরারি ও ওয়াজিরপুরে দূষণের মাত্রা ৪০০ ছাড়িয়েছে — যা ‘ভয়ংকর’ পর্যায়। পরিবেশবিদদের বক্তব্য, একে অপরকে দোষারোপ করে কোনও সমাধান মিলবে না। জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা না নিলে দিল্লিবাসীর শ্বাস-প্রশ্বাসই হয়ে উঠবে প্রাণঘাতী (Delhi Pollution)।