চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রাণরক্ষার স্বার্থে বহুতলের সাত তলার উপর থেকে ঝাঁপ। ঘটনায় মৃতের সংখ্যা ৩। আহাত একাধিক(Delhi fire)। অগ্নিকাণ্ডের এই ঘটনার জেরে ছড়িয়ে পডেছে ব্যাপক আতঙ্ক। আগুন নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন।
আরও পড়ুন: Celebrity News: বাবার জন্মদিনে বড় ঘোষণা দীপিকার! উদ্বোধন করলেন ব্যাডমিন্টন স্কুল
সূত্রের খবর, দিল্লির দ্বারকার সেক্টর-১৩তে মঙ্গলবার সকালেই ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। ওই আবাসনের উপর তলাতে ভয়ঙ্করভাবে আগুন জ্বলতে দেখা যায়। যে আগুণ দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। তখনই প্রাণ রক্ষা করার জন্য একাধিক বাসিন্দা ঝাঁপ দেন ওই বিল্ডিং-এর উপর থেকে। (Delhi fire) তাতেই ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয় বলে জানা যায়। সেইসঙ্গে গুরুতর জখম অবস্থাতে বেশ কয়েকজন চিকিৎসাধীন হাসপাতালে। হাসপাতালের মধ্যে এখনও পর্যন্ত ২-৩ জনের আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁচয় দমকলের ৮টি ইঞ্জিন। তবে উচ্চতার জন্য আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয় বেশ খানিকটা। দমকল সূত্রে খবর, সকাল ১০ নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানা যায়। দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন বেশ খানিকটা নিয়ন্ত্রে আনা সম্ভব হয় প্রাথমিকভাবে। তবে এখনও পর্যবন্ত আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট নয়। (Delhi fire)শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়।
Bangla Jago fb:https://www.facebook.com/Banglajagotvofficial