ad
ad

Breaking News

দলিত মহিলার মুখে প্রস্রাব

সুদের টাকা না মেটানোর অভিযোগে, দলিত মহিলার মুখে প্রস্রাব করলেন যুবক

Bangla Jago Desk: ঋণ নিয়ে সুদের টাকা মেটাতে পারেননি, এই অভিযোগে এক দলিত মহিলাকে নগ্ন করে ঘোরানো হল। পরে তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়। বিহারের পাটনা জেলার মোসিমপুর গ্রামে এমনই মারাত্ম ঘটনার চিত্র উঠে এলো। পুলিশ সূত্রের খবর, এক দলিত দম্পতি স্থানীয় মহাজন প্রমোদ সিংয়ের কাছ থেকে দেড় হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই দলিত […]

Dalit Woman Assaulted in Bihar: %%title%% %%page%% %%sep%% %%sitename%%

Bangla Jago Desk: ঋণ নিয়ে সুদের টাকা মেটাতে পারেননি, এই অভিযোগে এক দলিত মহিলাকে নগ্ন করে ঘোরানো হল। পরে তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়। বিহারের পাটনা জেলার মোসিমপুর গ্রামে এমনই মারাত্ম ঘটনার চিত্র উঠে এলো।

পুলিশ সূত্রের খবর, এক দলিত দম্পতি স্থানীয় মহাজন প্রমোদ সিংয়ের কাছ থেকে দেড় হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই দলিত দম্পতির অভিযোগ তাঁরা মহাজনের কাছে পুরো টাকা মিটিয়েও দিয়েছেন। তারপরেও টাকা বাকি রয়েছে এই অভিযোগ তুলে হেনস্থা করা হত। প্রতিবাদ করায়, মহাজন এবং তার ছেলে অংশু সিং, ওই দলিত মহিলাকে নগ্ন করে গ্রামে ঘোরান। এমনকী মহাজনের ছেলে মহিলার মুখে প্রস্রাবও করে দেন বলে অভিযোগ।

মহিলা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, শনিবার রাতে তিনি যখন বাড়ির বাইরে জল আনতে গিয়েছিলেন, তখনই অংশু ও তার তিন সহযোগী এসে। টাকা মেটানোর কথা বলে। প্রতিবাদ করায় লাঠি দিয়ে মারতে মারতে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কাপড় খুলে দেওয়া হয়। তারপরেই অংশু তাঁর মুখে প্রস্রাব করে দেয়। এরপরেই কোনও ভাবে ওই মহিলা পালিয়ে বাঁচেন। এদিকে মহিলা সময়ে ঘরে না আসায়, পরিবারের লোকেরা ও গ্রামের স্থানীয়রা মহিলাকে খুঁজতে যান। তাঁরা দেখেন, রাতের অন্ধকারে, ওই মহিলা নগ্ন অবস্থায় দৌড়ে আসছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।