চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: চাপ বাড়ল কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিবের । ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি হয়েছে। সম্ভল পুলিশের অভিযানে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি। এবার মুম্বইয়ের বাড়িতে হানা দিতে চলেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাভেদ হাবিব ও তাঁর ছেলে আনাস হাবিব মিলে ‘ফলিকল গ্লোবাল’ নামে একটি সংস্থার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি—যেমন বিটকয়েন ও বিনান্স কয়েনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতাধিক বিনিয়োগকারীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বছরের মধ্যেই বিনিয়োগের উপর ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত লাভ মিলবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কোনও লাভ তো দূরের কথা, ফেরতও মেলেনি আসল টাকা (Javed Habib)।
আরও পড়ুনঃ বিহারে ভোটের আগেই লালুর ‘পারিবারিক’ চমক, বিপাকে তেজপ্রতাপ?
অভিযোগ উঠেছে, এই প্রতারণার পরিমাণ প্রায় ৫ থেকে ৭ কোটি টাকা। এ পর্যন্ত ১৫০-রও বেশি মানুষ প্রতারিত হয়েছেন বলে জানা গেছে। পুলিশের খাতায় ইতিমধ্যেই ৩৩টি এফআইআর দায়ের হয়েছে। সম্ভলের পুলিশ সুপার কে কে বিষ্ণোই জানিয়েছেন, বুধবার দিল্লিতে জাভেদ হাবিবের বাড়িতে তল্লাশি চালানো হয়, কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তিনি হাজিরা দিচ্ছেন না এবং তদন্তে সহযোগিতা করছেন না। এবার আমরা মুম্বইয়ে তাঁর ঠিকানায় যাচ্ছি। প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করা হবে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।পুলিশের তল্লাশির সময় জাভেদের ভাই আমজাদ হাবিব উপস্থিত ছিলেন। তিনি জানান, জাভেদ এখন আর ওই বাড়িতে থাকেন না। ফলে আধ ঘণ্টার তল্লাশির পর পুলিশ ফিরে যায় (Javed Habib)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এর আগে ১২ অক্টোবর পুলিশ জাভেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। তাঁর আইনজীবী পবন কুমার দাবি করেন, জাভেদ অসুস্থ। তবে এসপি বিষ্ণোই সেই দাবি উড়িয়ে দিয়ে বলেন, ওঁর অসুস্থতার কোনও প্রমাণ পাওয়া যায়নি।এখন জাভেদ হাবিব, তাঁর ছেলে আনাস হাবিব এবং সংস্থার প্রধান সাইফুল্লাহকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। যাতে তাঁরা দেশ ছেড়ে পালাতে না পারেন, সেই কারণেই তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে।কেশসজ্জা শিল্পের দুনিয়ায় জনপ্রিয় মুখ জাভেদ হাবিবের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে সৌন্দর্য ও ফ্যাশন মহলেও (Javed Habib)।