চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির কালকাজি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অতীশি রবিবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্রাউড ফান্ডিং শুরু করেছেন। তিনি জনগণের কাছে আবেদন করেছেন, তাঁরা এগিয়ে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করুক।
মুখ্যমন্ত্রী অতীশি বলেছেন, আম আদমি পার্টি গঠনের পর থেকে জনগণের টাকায় নির্বাচনে লড়ছে। গত নির্বাচনেও তিনি একই কাজ করেছিলেন এবারও তিনি জনগণের টাকায় নির্বাচনে লড়বেন।
অতীশি বলেন, ভারতীয় জনতা পার্টি বড় বড় শিল্পপতিদের টাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচনে জেতার পর শিল্পপতিদের জন্য কাজ করে। কিন্তু আম আদমি পার্টি জনগণের টাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচনে জয়ী হওয়ার পর জনগণের জন্য কাজ করে। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, তিনি যদি দিল্লির বড় প্রাইভেট স্কুলগুলি থেকে অর্থ নিতেন তবে ফি বাড়ানো থেকে তাদের আটকাতে পারতেন না। স্কুলগুলি থেকে টাকা নেওয়া হলে তাদের জন্যই কাজ করতে হবে।
এদিক, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির বিরুদ্ধে মদ কেলেঙ্কারিতে ২০০০ কোটি টাকার বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে আম আদমি পার্টির নেতারা বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন। এভাবে টাকা নিলে তাদের ক্রাউড ফান্ডিং করার দরকার হতো না। আম আদমি পার্টির মুখপাত্র রিনা গুপ্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রথম দিন থেকেই, বিজেপি এবং কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলি প্রমাণ করার চেষ্টা করছে।
কিন্তু আজ পর্যন্ত একটিও অভিযোগ প্রমাণিত হয়নি। কারণ অরবিন্দ কেজরিওয়াল একজন জনগণের নেতা। তিনি জনগণের জন্য কাজ করেন। রিনা গুপ্তা বলেন, ‘আমরা জনগণের টাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করব এবং জনগণের জন্য কাজ করব।’