ad
ad

Breaking News

মিজোরাম

মিজোরামে ভোট গননার দিন বদল, রবিবারের পরিবর্তে সোমবার ভোট গননা মিজোরামে

Bangla Jago TV Desk : গত ৭ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় মিজোরামে। সাড়ে ৮ লক্ষ ভোটারের আনুমানিক ৮০ শতাংশ ভোট পড়ে। ১৭৪ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দিতা করেছিল। ওই ১৭৪ জন প্রার্থীর ভোটের ভাগ্য নির্ধারিত হবে ৩ ডিসেম্বরের পরিবর্তে ৪ ডিসেম্বর। মূলত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীশগড় এবং তেলেঙ্গানার সঙ্গে একই দিনে মিজোরামেও ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল […]

Bangla Jago TV Desk : গত ৭ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় মিজোরামে। সাড়ে ৮ লক্ষ ভোটারের আনুমানিক ৮০ শতাংশ ভোট পড়ে। ১৭৪ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দিতা করেছিল। ওই ১৭৪ জন প্রার্থীর ভোটের ভাগ্য নির্ধারিত হবে ৩ ডিসেম্বরের পরিবর্তে ৪ ডিসেম্বর। মূলত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীশগড় এবং তেলেঙ্গানার সঙ্গে একই দিনে মিজোরামেও ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু আচমকাই মিজোরামের ফল ঘোষনার দিন বদলের কথা জানানো হল কমিশনের তরফ থেকে।

কারণ হিসেবে জানা যায়, মিজোরামের ৯৭ শতাংশ বাসিন্দা খ্রিস্টান এবং রবিবার তাঁদের কাছে একটা পবিত্র দিন। রবিবার বহু মিজোরামবাসীর চার্চ প্রোগ্রাম থাকে। সেই কথা ভেবেই রাজনৈতিক দল থেকে শুরু করে মিজোরামের সাধারণ মানুষ সকলেই এই তারিখ বদলের আর্জি কমিশনের কাছে বারংবার করেছিল। বিভিন্ন মহল থেকে ভোট গণনার দিন পরিবর্তন করার অনুরোধ করা হয় নির্বাচন কমিশনের কাছে।

একই দাবি ছিল বিভিন্ন খ্রিস্টান সংগঠনেরও। তারপরেই ভোট গননার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, এর আগেও বোট গননার দিন বদল নিয়ে একাধিকবার আবেদন করা হয়েছিল। কিন্তু সেই দাবি কমিশনের কাছে মান্যতা পায়নি। তারপরই ভোট গননার তারিখ পরিবর্তনের জন্য আইজলে সভা করে একাধিক সংগঠন। তাদের আবেগকে মর্যাদা দিয়েই শেষ পর্যন্ত নির্বাচন কমিশন রবিবারের বদলে ভোট গনানর সিদ্ধান্ত নেয় সোমবার।

 

FREE ACCESS