ad
ad

Breaking News

গ্যাস সিলিন্ডার

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল, পরোক্ষে চাপ আমজনতার ওপর

সামনে উৎসবের মরসুম। এই সময় হোটেল বা রেস্তোরাঁয় খাবারের চাহিদা থাকে তুঙ্গে। গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় বেড়ে যাবে খাবারের দাম।

Commercial gas prices increase, indirect pressure on common people

নিজস্ব গ্রাফিক্স চিত্র

Bangla Jago Desk:  টানা বেড়ে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম। এবার পুজোর মুখে ফের বাড়ানো হল সিলিন্ডার প্রতি দাম। মঙ্গলবার থেকে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ৫০ টাকা বেড়েছে। গত তিনমাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৯৪ টাকা। বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধিতে পরোক্ষে চাপ বাড়বে আমজনতার ওপর।

উৎসবের মুখে বেড়ে গেলে বাণিজ্যিক গ্যাসের দাম। মঙ্গলবার থেকে এক লাফে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ৫০ টাকা বেড়েছে। গত তিনমাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৯৪ টাকা। জানা গিয়েছে, ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৮.৫০ টাকা। ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা। ৪৭.৫ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ১২০ টাকা।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে টানা তিনমাস ধাপে ধাপে বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। গৃহস্থ গ্যাসের দাম না বাড়লেও বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির মাসুল দিতে হবে সাধারণ মানুষকে। কারণ সামনে উৎসবের মরসুম। এই সময় হোটেল বা রেস্তোরাঁয় খাবারের চাহিদা থাকে তুঙ্গে। গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় বেড়ে যাবে খাবারের দাম। যার মাসুল দিতে হবে সাধারণ মানুষকে। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৮০২.৫০ টাকা। কিন্তু দাম বেড়ে হয়েছে ১৮৫০.৫০ টাকা। দেশের অপর দুটি মেট্রো শহর মুম্বই এবং চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৪৮.৫ টাকা এবং ৪৮ টাকা।

আর তার ফলে অক্টোবরে মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ১,৬৯২.৫ টাকা দিতে হবে। আর চেন্নাইয়ে সেই সিলিন্ডারের দাম বেড়ে হল ১,৯০৩ টাকা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মাঝে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তাতে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকরা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। ভোট মিটতেই বার বেড়েই চলেছে গ্যাসের দাম। এই নিয়ে পর পর তিনমাস বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম।

আগস্ট, সেপ্টেম্বরের পর অক্টোবরেও বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয় হোটেল-রেস্তরাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে। সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় এই সব ক্ষেত্রে নিঃসন্দেহে প্রভাব পড়বে। উৎসবের সময় বাইরে খাওয়াদাওয়ার প্রবণতা বাড়ে সাধারণ মানুষের। এখন বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ বাড়বে সেই সাধারণ মানুষের ওপর। উৎসবের মধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধিতে স্বভাবতই চিন্তিত সব মহল।