ad
ad

Breaking News

Coal India

Coal India : বড় উদ্যোগ কোল ইন্ডিয়ার, করা হবে মজুত কয়লার পরিমাণ ও মান যাচাই! তবে কী বিদ্যুৎ উৎপাদনে নতুন দিশা দেখাতে চলছে ভারত?

কয়লার মান যাচাই করে আগামী দিনে বিদ্যুৎ উৎপাদনের দিক নির্দেশ করতে চাইছে দেশের কয়লা মন্ত্রক।

Coal India : Coal India has a special initiative to verify the quantity and quality of coal stored in the country's mines

Bangla Jago Desk : দেশের খনি গুলিতে মজুত কয়লার পরিমাণ ও মান যাচাইয়ে বিশেষ উদ্যোগ কোল ইন্ডিয়ার। কয়লার মান যাচাই করে আগামী দিনে বিদ্যুৎ উৎপাদনের দিক নির্দেশ করতে চাইছে দেশের কয়লা মন্ত্রক। দেশের ২৫টি খনি এলাকায় এই নজরদারির ব্যবস্থা করেছে কোল ইন্ডিয়া।

[ আরও পড়ুন : বিজেপিকে জমি ছাড়তে নারাজ মমতা, লাগাতার প্রচারে ঝড় তুলতে তত্পর তৃণমূল সুপ্রিমো]

 দেশের বিভিন্ন খনিগুলিতে মজুত কয়লার মান যাচাইয়ের উদ্যোগ নিল কোল ইন্ডিয়া লিমিটেড। দেশের ২৫ টি খনি এলাকায় কয়লার মান যাচাইয়ের কাজ করবে ভিজিলেন্স টিম। কোল ইন্ডিয়ার যাবতীয় কাজ আরো সুশৃংখল করতে ও স্বচ্ছতা আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ ভারত।  প্রাকৃতিক নিয়ম গোটা দেশজুড়ে খুনিতে মজুত কয়লার পরিমাণ ক্রমশ নিম্নমুখী। মজুত কয়লার মান যাচাই করে বিদ্যুৎ উৎপাদনে আগামী দিনের দিক নির্দেশ করতে চাইছে কয়লা মন্ত্রক।





বিদ্যুৎ উৎপাদনের এই কাজে কোল ইন্ডিয়ার অবদান অনস্বীকার্য। ইতিমধ্যেই কোল ইন্ডিয়ার সাতটি আলাদা সংস্থার ১৪ টি খনিতে নজরদারি চালাতে একাধিক ব্যবস্থা নিয়েছে ভিজিলেন্স দল। একই সঙ্গে খনিতে কয়লার পরিমাণ ও মান যাচাই এর কাজে বিশেষজ্ঞ দল গঠন ও প্রযুক্তির ব্যবহারেও জোর দিচ্ছে কোল ইন্ডিয়া। দেশের কয়লা মন্ত্রকের নজরদারিতে চলবে এই কাজ।