ad
ad

Breaking News

Cloud breaking rain

Kedarnath: কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি, আটকে ২০০ জন তীর্থযাত্রী

আবারও বিপর্যস্ত  উত্তরাখন্ড। কেদারনাথে যাত্রা করতে গিয়ে ভীমবলিতে  আটকে পড়েছে প্রায় ২০০ জন তীর্থযাত্রী। প্রাকৃতিক দুর্যোগে  ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারনাথের ৩০ মিটার লম্বা ফুটপাথ

Cloud breaking rain in Kedarnath, 200 pilgrims stuck

সংগৃহীত

Bangla Jago Desk: আবারও বিপর্যস্ত  উত্তরাখন্ড। কেদারনাথে যাত্রা করতে গিয়ে ভীমবলিতে  আটকে পড়েছে প্রায় ২০০ জন তীর্থযাত্রী। প্রাকৃতিক দুর্যোগে  ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারনাথের ৩০ মিটার লম্বা ফুটপাথ, যার কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ পথচারী থেকে শুরু করে তীর্থযাত্রীরাও। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, ওই সকল ব্যক্তিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। প্রবল বৃষ্টির হওয়ার কারণে গৌরীকুন্ড সহ সোনপ্রয়াগে নদীর জলস্তর অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু রুদ্রপ্রয়াগ পুলিশ জানিয়েছেন, এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।

 

[ আরও পড়ুন: Delhi heavy rains: দিল্লিতে প্রবল বৃষ্টিতে মৃত ৭, বন্ধ স্কুল, জলমগ্ন রাস্তাঘাট]

অন্যদিকে, ক্রমাগত বৃষ্টির জেরে রাতের অন্ধকারে কেরলের ওয়েনাডে পাহাড়ি এলাকায় ধ্বস-এর সৃষ্টি। ওই বিপর্যয়ে ঘর হারিয়েছেন প্রায় ৪০০ পরিবার। শুধু তাই নয় এর পাশাপাশি ওই ভয়ঙ্কর রাতে ঘুমের শহর থেকে চিরঘুমে তলিয়ে গিয়েছেন বহু মানুষ। এ ঘটনায় দু’দিনের শোক দিবসের ঘোষণা করেছেন কেরল সরকার। খড়কুটোর ন্যায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি-ঘর। যাচ্ছে কাদাজলে। এর মধ্যেই মৃতের সংখ্যা পার করেছে ১৭০-এর গণ্ডি। ভ্রমণপ্রিয় মানুষের কাছে কেরলের ওয়েনাড এক অন্যতম স্থান। কিন্তু, প্রকৃতির ক্ষোভে সেই ওয়েনাড এখন ধ্বংসসতূপ।

 

[ আরও পড়ুন: Ransomware attack, প্রায়৩০০ টি ভারতীয় ছোট ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেমকে আঘাত করেছে

কিছু দিন ধরে ভারী বৃষ্টি জেরে নাজেহাল পরিস্থিতির স্বীকার হয়েছে ওয়েনাড, কিন্তু এখন সে পরিস্থিতি ভয়ঙ্করে পৌঁছেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেরালার ওয়েনাডের পাহাড়ি এলাকায় প্রথম ধস হয় সোমবার রাত ৩টের সময়। তারপরেই চারিদিকে ধস নামার খবর ছড়িয়ে পরে। ভোর থাকতেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাথে কেরালার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে পরে। কিন্তু তার মাঝেই জলের তলায় তলিয়ে গেছে একের পর এক গ্রাম। বায়ুসেনার ২টি কপ্টারও উদ্ধারকাজে যোগ দেয়। দেশের নৌসেনার ৩০ জন প্রশিক্ষনপ্রাপ্ত সাঁতারু সহ ডগ স্কোয়াডকে নামানো হয় উদ্ধারকার্যে। উদ্ধারকারীরা জানান এখনও বাড়তে পারে মৃতের সংখ্যা।