ad
ad

Breaking News

Delhi

স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক দ্বাদশ শ্রেণীর পড়ুয়া

২৩ বার স্কুলে এই হুমকি মেল পাঠানোর অভিযোগ পড়ুয়ার বিরুদ্ধে। আপাতত দ্বাদশ শ্রেণীর ওই পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Class 12 student arrested for spreading bomb scare at school

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পরীক্ষা পিছতে বোমাতঙ্কের হুমকি মেইন স্কুলে। মোট ২৩ বার স্কুলে এই হুমকি মেল পাঠানোর অভিযোগ পড়ুয়ার বিরুদ্ধে। আপাতত দ্বাদশ শ্রেণীর ওই পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে জানা যায়, পরীক্ষার পড়া শেষ করতে পারেনি ওই পড়ুয়া। তাই পরীক্ষা পিছতে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল বোমা রাখার হুমকি মেল। যদিও প্রাথমিকভাবে এই হুমকি ইমেল পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সমগ্র দিল্লি জুড়ে। পুলিশি তদন্তের পর দ্বাদশ শ্রেণীর এই পড়ুয়ার হদিস পুলিশ। তৎক্ষণাৎ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় সমস্ত বিষয়টাই স্বীকার করে নেয় ওই পড়ুয়া।

তবে এটাই প্রথম বার নয়, গত মাসেও দিল্লির একাধিক স্কুলে এহেন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কুল পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এমনকি পড়ুয়াদের যাতে স্কুলে না পাঠানো হয়, তা জানিয়ে মেসেজ করা হয়েছিল অভিভাবকদেরও। সেই সমস্ত ঘটনার পর নতুন বছরের শুরুতেও সেই একই হুমকি ইমেলের আতঙ্ক অব্যাহত থাকলো দিল্লি জুড়ে।

বৃহস্পতিবারও দশটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে মিথ্যা খবর ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে শুরু হয় পুলিশি তদন্ত। পুলিশ জানতে পারে এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে পড়ুয়ারাই। তারপরেই দ্বাদশ শ্রেণীর ওই পড়ুয়াকে আটক করে পুলিশ। দক্ষিণ দিল্লি পুলিশ সূত্রে খবর, মোট তেইশ বার এই ভুয়া ইমেইল পাঠিয়ে স্কুলে হুমকি দিয়েছিল ওই পড়ুয়া। তার উদ্দেশ্য প্রত্যেকবারই ছিল একটাই, যেকোনো প্রকারেই পরীক্ষা পিছনো হোক। এই সমস্ত অপরের কথাই পুলিশের কাছে স্বীকার করে নেয় ওই পড়ুয়া।

প্রসঙ্গত, গত মাসেও দিল্লিতে এক ভাই বোনের দ্বারা এই একই ঘটনা ঘটেছিল। তবে সেই দুই পড়ুয়া কেবলমাত্র নিজের স্কুলেই নয়, আরো দুইটি স্কুলে এভাবেই বোমা রাখার হুমকি ইমেল পাঠিয়েছিল। তবে পুলিশের তরফ থেকে সেই সময় এই পড়ুয়া ভাই বোনের বিরুদ্ধে কোনরকম শাস্তির ব্যবস্থা করা হয়নি, শুধুমাত্র সতর্ক করা হয়েছিল তার অভিভাবককে।