Bangla Jago Desk: দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। চলতি বছরে দিল্লির দূষণের মাত্রা সবথেকে বেশি। শুক্রবার সকালে ৪৬০ ছুঁয়ে ফেলল দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স। শুক্রবার সকাল থেকে দিল্লির পরিস্থিতি আরো অনেক বেশি খারাপ হয়েছে। ঘন ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছে গোটা রাজধানী। শুক্রবার সকালে আটটার সময় বায়ু দূষণ সূচকে ৪৬৪ পর্যন্ত উঠে যায়। এর কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ৪০১ থেকে ৫০০ পর্যন্ত স্কোর উদ্বেগ জনক। এদিন আবার সফদরজং এলাকায় দৃশ্যমানতা তো নেমে যায় ৬০০ মিটারে।
সারাদিনের এই পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। খুব কম গতিতে বাতাসে বইবে এমনটা আশঙ্কা রয়েছে। দূষণের জেরে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন। পাশাপাশি ‘রেড লাইট অন, গাড়ি অফ’ প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, সিএনজি পরিচালিত এক হাজার বেসরকারি বাস রাজধানীর রাস্তায় নামানো হবে।
ইতিমধ্যেই বিএস-৩ পেট্রল এবং বিএস-৪ ডিজেলচালিত গাড়ি চালাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ থেকেও ডিজেলচালিত গাড়ি রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজধানীর বিষাক্ত বাতাসে ক্ষতি এরাতে নিজস্ব গাড়ির ব্যবহার বন্ধ করে সাধারণ মানুষকে মেট্রোতে চলাফেরা করতে বলা হয়েছে প্রশাসনের তরফে। এই কারণে কুড়িটির বেশি মেট্রো চালানো হচ্ছে দিল্লিতে।
দিল্লির এই বায়ু দূষণকে ঘিরে কেজরিওয়ালের সরকারকে বারবার তোপ দেগেছে বিজেপি। তাঁদের দাবি দিল্লিকে গ্যাস চেম্বার বানিয়ে ফেলছে আপ সরকার। সূত্রের খবর ইংল্যান্ডের ক্রিকেটারদের ইনহেলার ব্যবহার করতে হয়েছিল দিল্লির বায়ু দূষণের কারণে। এই দূষণের কারণে সমস্যায় পড়ছেন দিল্লির সাধারণ মানুষ। চোখে জ্বালা ভাব গলায় জ্বালায় এবং চুলকানির মত সমস্যা হচ্ছে তাদের।
Free Access