চিত্র : প্রতীকী
Bangla Jago Desk, Barsa Sahoo : উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। বরযাত্রী বোঝাই বাস পড়ল খাদে। মৃত অন্তত ৩০। আহত বহু। চলছে উদ্ধারকাজ। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার রিতু খানদুরি। সেখানে গিয়ে গ্রামবাসিদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
[ আরও পড়ুন : উৎসবের শহরে কোথায় কেমন নিরাপত্তা? গাইড ম্যাপ উদ্বোধনে কমিশনার মনোজ ভার্মা ]
জানা যায়, উত্তরাখণ্ডের পৌড়ী জেলায় শুক্রবার রাত ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এদিন বরযাত্রী বোঝাই বাস হরিদ্বারের লালধাং থেকে পৌড়ীর বিরনখাল গ্রামের দিকে যাচ্ছিল। সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ কনের বাড়ি থেকে মাত্র দুই কিমি দূরে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পুলিশ সূত্রে খবর, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর একটি খাদে গড়িয়ে পড়ে। সেসময় প্রায় ৪০-৫০ জন বাসের মধ্যে ছিলেন। খাদে পড়তেই সকলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে আসেন। পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় এসডিআরএফ ও স্থানীয় থানার পুলিশ। এরপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রায় ২৫-৩০ জন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।
[ আরও পড়ুন : Today Horoscope: শুক্লা তৃতীয়ায় সর্বার্থ সিদ্ধি যোগ, আজ লাভ মকর-মীনের, বাকিদের ভাগ্যে কী? ]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার রিতু খানদুরি। সেখানে গিয়ে গ্রামবাসিদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। গ্রামবাসিরা তাঁকে ঘিরে ধরেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।