চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে লখনউয়ের পিজিআই এলাকায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে তরুণীকে অচৈতন্য ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, বিশেষ দিনে সাথে রাখবেন কোন বাইবেল]
পুলিশের তথ্য অনুযায়ী, মৃত তরুণীর নাম গীতা শর্মা। তিনি পিজিআই এলাকারই বাসিন্দা। তরুণীর দেহে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, গীতাকে অন্য কোথাও খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তিনি জমি-বাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাই এই খুনের ঘটনায় ব্যবসায়িক শত্রুতা জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গীতার পরিবারের দাবি, তাঁকে খুন করেছে তাঁর লিভ-ইন সঙ্গী গিরিজা শঙ্কর। গীতার ভাই লালচাঁদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, গিরিজা শঙ্কর ফোন করে জানায় যে গীতার দুর্ঘটনা হয়েছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু লালচাঁদ অভিযোগ করেন, গীতার নামে ১ কোটি টাকার বিমা রয়েছে এবং সেই বিমার নমিনি গিরিজা শঙ্কর। বিমার টাকা হাতানোর উদ্দেশ্যে গীতাকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
[আরও পড়ুন: ডুয়ার্সে উদ্ধার ব্রাউন সুগার ও গাঁজা, ধৃত পিতা ও পুত্র]
লখনউ পুলিশের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) পঙ্কজ সিংহ জানান, ময়নাতদন্তের রিপোর্টে গীতার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ওই আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই আঘাত দুর্ঘটনার কারণে হয়েছে নাকি পরিকল্পিত খুন, তা তদন্ত সাপেক্ষ। পুলিশ ইতিমধ্যেই গিরিজা শঙ্করকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি, গীতার ব্যবসার বিভিন্ন দিক নিয়েও তদন্ত চলছে।