ad
ad

Breaking News

Bodies Identified

Bodies Identified: ডিএনএ টেস্টে শনাক্ত ৮৭ জন, ধাপে ধাপে দেহ হস্তান্তর শুরু

হমদাবাদের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কেটে গিয়েছে কয়েকদিন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দুর্ঘটনায় নিহত ৮৭ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Bodies Identified: Ahmedabad Plane Crash: 87 Bodies Identified

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আমেদাবাদের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কেটে গিয়েছে কয়েকদিন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, (Bodies Identified) এখনও পর্যন্ত দুর্ঘটনায় নিহত ৮৭ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। ওড়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সেটি ভেঙে পড়ে শহরের মেঘানিনগর এলাকায়। দুর্ঘটনায় প্রাণ হারান মোট ২৭০ জন, যাঁদের মধ্যে ২৯ জন ছিলেন স্থানীয় বাসিন্দা।

আরও পড়ুন: Israel-Iran: মিসাইলের জবাবে মিসাইল, ফোরদোতে হামলায় কাঁপল ইরান

দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে দেহগুলি এতটাই ঝলসে গিয়েছে যে শনাক্তকরণে সমস্যা দেখা দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বিমানে থাকা প্রায় ১.২৫ লক্ষ লিটার জ্বালানি পুড়ে যাওয়ায় আগুনের তীব্রতা ছিল মারাত্মক, যার ফলে বহু যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহতদের শনাক্তকরণের জন্য আত্মীয়দের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনার সঙ্গে মিলিয়ে নিহতদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। অহমদাবাদ সিভিল হাসপাতালের অতিরিক্ত সুপার রজনীশ পটেল জানান, (Bodies Identified)শনাক্ত হওয়া দেহগুলির মধ্যে যাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, তাঁরা গুজরাতের বিভিন্ন জেলা—ভারুচ, আনন্দ, জুনাগড়, ভাবনগর, বডোদরা, খেরা, মেহসানা, আরাবল্লী এবং অহমদাবাদের বাসিন্দা।

Bangla Jago fb: https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে মাত্র একজন জীবিত উদ্ধার হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিহত হয়েছেন ২৯ জন, যাঁদের মধ্যে পাঁচ জন চিকিৎসক ও মেডিক্যাল পড়ুয়াও ছিলেন। বাকি(Bodies Identified) দেহগুলির শনাক্তকরণ প্রক্রিয়া এখনও চলছে। প্রশাসন জানিয়েছে, প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেহগুলি যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।