Bengla Jago Desk: জোর ধাক্কা বিজেপি শিবিরের। তামিলনাড়ুতে গেরুয়া শিবিরে ভাঙন ধরেছে। এবার সেই একই পথের শরিক হল অন্ধ্রপ্রদেশও। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশে জনসেনা পার্টি গেরুয়া শিবিরের সঙ্গে সংস্রব ত্যাগ করছে। জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। জনসেনা পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টির সঙ্গে জোট গড়বে জনসেনা।কেনগেরুয়া শিবিরের সঙ্গে সংযোগ ছিন্ন করল, সেব্যাপারে রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, ওয়াইএসআর কংগ্রেসকে আগামী বিধানসভা নির্বাচনে পরাস্ত করতে তেলুগু দেশম পার্টির সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনসেনা।
জনসেনার তরফে এও জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের উন্নয়নের স্বার্থেই তেলুগু দেশম পার্টির সঙ্গে হাত মেলাচ্ছে জনসেনা।গত বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল পবন কল্যাণের নেতৃত্বাধীন জনসেনা। তবে জোট গড়েও তেমন কোনও লাভ হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা এও মনে করছেন, আগামী বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তেমন কোনও সুবিধা হবে না দেখেই বিজেপির হাত ছাড়ছে জনসেনা। প্রসঙ্গত, জনসেনা সুপ্রিমো পবন কল্যাণ তেলুগু সিনেমার সুপারস্টার।
এদিকে সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির সমঝোতার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে জল কোনদিকে গড়াবে, সেও সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।এর আগে দক্ষিণের আরেকটি রাজ্য তামিলনাড়ুতে এআইএডিএমকে-এর সঙ্গে বিজেপির জোট ভেঙে গিয়েছে। এরপর অন্ধ্রপ্রদেশে জোটসঙ্গী জনসেনা জোট ছেড়ে বেরিয়ে আসার ফলে বিজেপি পরিস্থিতি কোনপথে মোকাবিলা করবে, তাই এখন দেখার।
Free Access