Bangla jago Desk: মধ্যপ্রদেশে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টার কসুর করছে শাসক দল বিজেপি। ইতিমধ্যে বিভিন্ন সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে বিজেপির ফল খারাপ হবে বলে। এদিকে বিজেপিকে কড়া টক্কর দেওয়ার জন্য আসরে নেমেছে কংগ্রেস। সেই কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার ডাক দিলেন এক বিজেপি নেতা। কংগ্রেসকে শুধু হারালেই ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন বিজেপি নেতা গোবিন্দ সিং রাজপুত। ভোটের মুখে মধ্যপ্রদেশে বিজেপি নেতার পুরস্কার ঘোষণায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সুরখি আসন থেকে নির্বাচনে লড়ছেন গোবিন্দ সিং রাজপুত।
তার বিরুদ্ধেই উঠেছে এমন গুরুতর অভিযোগ। বিজেপি নেতার বক্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে পড়ে কংগ্রেস নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ দায়ের করেছে।কংগ্রেসের অভিযোগ, ওই বিজেপি নেতা তথা মন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্রে যে বুথে সবচেয়ে বেশি ভোট পাবেন সেই বুথকে ২৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। এই অভিযোগে ওই বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সুরখি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রী গোবিন্দ সিং রাজপুতের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে মন্ত্রীকে বলতে শোনা যায় এই পুরস্কার ঘোষণার কথা। নয়াদিল্লিতে একটি প্রেস কনফারেন্সে এই ভিডিয়োটি সামনে আনে কংগ্রেস। সেখানে কংগ্রেসের অভিযোগ, প্রকাশ্যে পুরস্কার দেওয়ার টোপ দিয়ে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন ওই বিজেপি নেতা। কংগ্রেসের আরও বক্তব্য, পরাজয় নিশ্চিত বুঝে বিজেপি নেতারা প্রোলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
Free Access