চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk:আততায়ীর গুলিতে ঝাঁজরা হয়ে গেলেন বিজেপি নেতা (BJP leader)। পাটনার ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকা শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেখানেই লুটিয়ে পড়েন তিনি।
[আরও পড়ুনঃChelsea F.C: আর্থিক অনিয়মের অভিযোগে উয়েফার শাস্তির মুখে দুই ক্লাব ]
জানা গিয়েছে, ছ’বছর আগে গোপাল খেমকার ছেলের মৃত্যুও হয়েছিল বাইকে চড়ে আসা দুষ্কৃতীদের গুলিতে। এবার বাবারও মৃত্যু হল একই ভাবে। এদিকে বিজেপি নেতার পরিবারের অভিযোগ, খবর পেয়েও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেনি পুলিশ। প্রায় তিন ঘণ্টা পরে তদন্তকারীরা সেখানে পৌঁছন। তাঁদের দাবি, রাত ১১টা ৪০ মিনিট নাগাদ গাড়ি থেকে নামেন গোপাল। সঙ্গে সঙ্গে তাঁকে গুলিতে ঝাঁজরা করে দিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু পুলিশ সেখানে আসে প্রায় রাত আড়াইটের সময়।(BJP leader)
[লিঙ্কঃhttps://www.facebook.com/Banglajagotvofficial ]
আর কয়েক মাসের মধ্যেই বিহার বিধানসভার নির্বাচন। স্বাভাবিক ভাবেই এই হত্যাকাণ্ড ঘিরে নীতীশ সরকারকে নিশানা করছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ পাপ্পু যাদব ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। এদিকে আর আরজেডি নেতা ঋষি মিশ্রও বিহারের এনডিএ সরকারের দিকে আঙ্গুল তুলে বলেছেন, ‘আমরা পরিষ্কার বুঝতে পারছি নীতীশ সরকার তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কার্যতই অচেতন অবস্থায় রয়েছেন। পুলিশ কোনও কাজ করছে না। মানুষ এই সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।’ কিন্তু কে বা করা এই হামলা চালাল, তার কোনও কিনারা এখনও করতে পারেনি পুলিশ।(BJP leader)