ad
ad

Breaking News

Maharashtra

Maharashtra: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে কোনও মুখ খুঁজে পাচ্ছে না বিজেপি, প্রশ্নের মুখে দলভাঙানোর রাজনীতি

লোকসভার ভোট মেটার পর এবার বিধানসভার প্রস্তুতি শুরু হচ্ছে।যার মধ্যে অন্যতম হল মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন

BJP is unable to find a face for the post of Chief Minister in Maharashtra, the politics of breaking the party in the face of question

সংগৃহীত

Bangla Jago Desk: লোকসভার ভোট মেটার পর এবার বিধানসভার প্রস্তুতি শুরু হচ্ছে।যার মধ্যে অন্যতম হল মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন।সেই নির্বাচনে বিজেপি কোনও মুখ্যমন্ত্রীর মুখ খুঁজে পাচ্ছে না বলে সূত্রের খবর।কারণ দেবেন্দ্র ফড়নবিশকে মুখ করে লড়লে বিজেপির কোন্দল তীব্রতর হওয়ার আশঙ্কা রয়েছে।আবার শরিকী পার্টিগণিত ঠিক রাখাও বড় চ্যালেঞ্জের বিষয়। উল্লেখ্য,মহারাষ্ট্রে মোট ৩৬টি জেলা রয়েছে। লোকসভা আসন সংখ্যা ৪৮।লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ১৭টি আসন,যেখানে বিরোধী জোট পেয়েছে ৩০টি আসন।এবার বিধানসভায় বিজেপির গেমপ্ল্যান কী হবে ? কিভাবে মোকাবিলা করবে গেরুয়া শিবির ? আদৌও তাঁরা ক্ষমতায় ফিরতে পারবে নাকি পালাবদলের হাওয়ায় বদলে যাবে ক্ষমতাসীন সরকার।কারণ এবছরই সেপ্টেম্বর-অক্টোবর মাসে ২৮৮আসন বিশিষ্ট বিধানসভার নির্বাচন হবে।সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে প্রোজেক্ট করতে চাইছে না ডবল ইঞ্জিনের তাত্বিকরা।

[ আরও পড়ুন: IT Karnataka : দিনে ১৪ঘন্টা ডিউটি করতে হবে ! কর্ণাটকের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর প্রস্তাবে কর্মী মহলে ক্ষোভ]

 জানা গেছে,২৮৮আসনের বিধানসভায় বিজেপি ১৬০টির কাছে আসনে প্রার্থী দিতে চায়।বাকি আসন তাঁরা শিবসেনা শিণ্ডে গোষ্ঠীকে ছেড়ে দিতে চায়। এক্ষেত্রে শিবসেনার একনাথ শিণ্ডেকে মুখ্যমন্ত্রী পদে কেন প্রোজেক্ট করা হবে না,  তাই নিয়ে  প্রশ্ন উঠছে।  কারণ রাজনৈতিক মহল মনে করছে,একনাথকে মুখ করে লড়লে বিজেপির একাংশ যেমন ক্ষুব্ধ হতে পারে,তেমনই আবার দল ভাঙানোর রাজনীতি নিয়েও অসন্তোষ সৃষ্টি হতে পারে।তাই যৌথ নেতৃত্বের মাধ্যমে মহারাষ্ট্রের বিধানসভায় লড়ার প্রস্তুতি নিতে চায় গেরুয়া শিবির।

এদিকে, এনডিএ-জোটের অন্যতম শরিক,অজিত পাওয়ার গোষ্ঠী বিজেপির হাত ছাড়তে পারে বলে শোনা যাচ্ছে।তলে তলে অজিত পাওয়ার শিবির বদলের রাস্তা খোলা রাখছে।এর মধ্যে কাকা শরদ পাওয়ার সঙ্গে তিনি যোগাযোগ শুরু করেছেন বলে সূত্রের খবর।সেক্ষেত্রে শরদ পাওয়ার অজিতকে দলে ফিরিয়ে নিলে বিজেপির পায়ের তলার মাটি অনেকটাই সরে যাবে।অজিত পাওয়ারের ঘর ওয়াপসি রুখতে বিজেপি নানা কৌশল নিচ্ছে।সেইসব কৌশল শেষ পর্যন্ত কাজ দেবে কিনা তাই নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছে।

বিজেপি বরাবরই মোদির মুখকে সামনে রেখে ভোটে লড়ার পক্ষপাতি।লোকসভায় মোদিকে সামনে রেখে ভোটে লড়েও বিজেপি মহারাষ্ট্রে হালি পানি পায়নি।তাই বিধানসভায় কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না করলে বিজেপি বিরোধীরা তাকে অস্ত্র করতে পারে। তাছাড়া কর্ণাটক বিধানসভায় বিজেপি মুখ্যমন্ত্রী প্রোজেক্ট না করে লড়ায় তাঁদের ধাক্কা খেতে হয়েছে।কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয় পদ্ম শিবির।এই অবস্থায় মহারাষ্ট্রে বিজেপি যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক না করে তাহলে তাদের মাসুল দিতে হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।