চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: শুক্রবার সকালে দিল্লি থেকে পুণে অভিমুখে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে পাখির ধাক্কা লাগে। যদিও পাইলট দক্ষতার সঙ্গে বিমানটিকে নিরাপদে পুণে বিমানবন্দরে অবতরণ করান। বিমানে থাকা শতাধিক যাত্রী অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে দিল্লি থেকে পুণের উদ্দেশ্যে রওনা দেয় এআই ২৪৬৯ বিমানটি এবং সকাল ৭টা ১৪ মিনিটে সেটি পুণে বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের পর বিমানের পরবর্তী যাত্রা, অর্থাৎ পুণে থেকে দিল্লি ফেরার উড়ান বাতিল করা হয়েছে। বিমানটিতে পাখির ধাক্কা লাগার কারণে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। ঘটনার পর বিমানটিকে সম্পূর্ণরূপে পরীক্ষা করা হবে। সেই কারণে যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে বিমান সংস্থা। পাশাপাশি বাতিল ফ্লাইটের যাত্রীদের সম্পূর্ণ টিকিট মূল্য ফেরতেরও প্রস্তাব দেওয়া হয়েছে (Air India Flight)।
আরও পড়ুন: MP Woman Duped: লটারির লোভে ৪ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত হয়ে পড়লেন মধ্যপ্রদেশের আশাকর্মী
অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফে বৃহস্পতিবার একাধিক অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। রক্ষণাবেক্ষণ, খারাপ আবহাওয়া ও আকাশসীমা সংক্রান্ত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। বাতিল হওয়া অন্যান্য ফ্লাইটগুলির মধ্যে রয়েছে —দুবাই-চেন্নাই (এআই ৯০৬), দিল্লি-মেলবোর্ন (এআই ৩০৮), মেলবোর্ন-দিল্লি (এআই ৩০৯), দুবাই-হায়দরাবাদ (এআই ২২০৪ ), পুণে-দিল্লি (এআই ৮৭৪), আমেদাবাদ-দিল্লি (এআই ৪৫৬), হায়দরাবাদ-মুম্বই (এআই ২৮৭২ ), চেন্নাই-মুম্বই (এআই ৫৭১)। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যই তাদের প্রথম অগ্রাধিকার। তাই যেকোনও পরিস্থিতিতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করাই তাদের লক্ষ্য (Air India Flight)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উল্লেখ্য, আমেদাবাদের ঘটনার পর থেকেই বিমানে লেগেছে ফাঁড়া। এয়ার ইন্ডিয়া হোক বা ই্ন্ডিগো, চাপের মুখে প্রায় প্রত্যেকেই। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরেও দুটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারল না। সেদিন ভোর ৬ টা ৫৫ মিনিটে ১৫৫ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে শিলচরের উদ্দেশে রওনা দেবার জন্য ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে যাওয়ার পথে ঘটে বিপত্তি, পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে যোগাযোগ করে। বিমানটিকে ফের ট্যাক্সি বে ৪৮ এ পার্কিংয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বিমানে প্রায় এক ঘণ্টা ধরে যাত্রীরা অপেক্ষা করার পর, যান্ত্রিক ত্রুটি মেরামতির পরে সেই বিমানটি শিলচরের উদ্দেশে রওনা দেয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের এয়ার ইন্ডিয়া বিমানে হল বিপত্তি (Air India Flight)।