ad
ad

Breaking News

Bilaspur Train Accident

Bilaspur Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ে! মালগাড়িকে ধাক্কা যাত্রীবাহী ট্রেনের, মৃত বেড়ে ১১

সংঘর্ষের অভিঘাতে যাত্রীবাহী ট্রেনটির সামনের অংশ মালগাড়ির উপরে উঠে যায়। দুমড়ে-মুচড়ে যায় ইঞ্জিন ও সামনের কয়েকটি কামরা।

Bilaspur Train Accident News: Death Toll Rises to 11

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার বিকেলে গেবরা রোড ও বিলাসপুরের মাঝে লালখাদান এলাকার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।রেল সূত্রে জানা গিয়েছে, বিলাসপুরগামী এক যাত্রিবাহী ট্রেন পিছন দিক থেকে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে যাত্রীবাহী ট্রেনটির সামনের অংশ মালগাড়ির উপরে উঠে যায়। দুমড়ে-মুচড়ে যায় ইঞ্জিন ও সামনের কয়েকটি কামরা। কিছু কোচ লাইনচ্যুতও হয়। ঘটনার তীব্রতায় বহু যাত্রী আহত হন।সরকারি সূত্রে খবর, বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘোষণা করেছেন— প্রত্যেক মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে (Bilaspur Train Accident)।

আরও পড়ুনঃ ৮৫ বছর বয়সে প্রয়াত গোপীচাঁদ হিন্দুজা, শেষ হল এক যুগের কাহিনী

অন্যদিকে, রেল মন্ত্রক নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলের উদ্ধারকারী দল, আরপিএফ ও স্থানীয় পুলিশ। শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান। বিলাসপুরের জেলাশাসক সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে ছত্তিশগড় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।বিলাসপুরের আইজি সঞ্জীব শুক্লা জানিয়েছেন, মৃতদের মধ্যে চারজন পুরুষ ও চারজন মহিলা রয়েছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো চলছে, তাই আরও কেউ ভেতরে আটকে আছেন কি না, তা নিশ্চিত নয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যাত্রীবাহী ট্রেনটি সিগন্যাল অতিক্রম করেই পণ্যবাহী ট্রেনের পিছনে ধাক্কা মারে (Bilaspur Train Accident)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে রেলওয়ে সেফটি কমিশনার- এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।দুর্ঘটনার পর থেকেই ওই রেলপথে বহু ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার ও মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।স্থানীয়দের দাবি, ধাক্কার শব্দ এতটাই ভয়ানক ছিল যে আশপাশের গ্রাম পর্যন্ত কেঁপে ওঠে। রাতভর উদ্ধার অভিযান চলে। এদিকে, এই দুর্ঘটনার দৃশ্য দেখে অনেকেরই মনে পড়ছে ওড়িশার বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা — যেখানে একাধিক ট্রেনের সংঘর্ষে শতাধিক যাত্রী প্রাণ হারিয়েছিলেন।ছত্তিশগড়ের এই দুর্ঘটনা ফের একবার রেলের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দিয়েছে (Bilaspur Train Accident)।