ad
ad

Breaking News

Bihar Elections

বিহার ভোট: আসন নিয়ে দড়ি টানাটানি শেষ, কে কত আসনে লড়বে?

বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে সবচেয়ে বেশি আসনে লড়বে আরজেডি।

bihar-elections-india-alliance-seat-share

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে আসন নিয়ে দড়ি টানাটানি চলছিল ইন্ডিয়া শিবিরে। অনেকে এমনও দাবি করছিলেন যে পরিস্থিতি জটিল হয়ে উঠলে একা লড়াইয়ের পথে হাঁটতে পারে দলগুলি। তবে এবার সেই সমস্যার সমাধান হয়েছে বলে সূত্রের খবর। কোন দল কত আসনে লড়বে, তা ঠিক করা হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে একাধিক সংবাদমাধ্যমে। শুধু তাই নয়, এটাও ঠিক করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে কে দাঁড়াবেন। জানা গিয়েছে, সোমবার আসন সংক্রান্ত বিষয়ে কংগ্রেস-আরজেডি হাই কমান্ড বৈঠকে বসে খাড়গের বাড়িতে।

বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে সবচেয়ে বেশি আসনে লড়বে আরজেডি। ২৪৩ আসনের মধ্যে তারা লড়বে ১৩৫টিতে। অন্যদিকে, কংগ্রেস লড়বে ৬১টি আসনে। বাকিগুলিতে লড়বে বাম ও ভিআইপি। শোনা যাচ্ছে বামেরা লড়াই করবে ২৯-৩১টি আসনে এবং ১৬টিতে ভিআইপি। মঙ্গলবারই গোটা বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে খবর। আরও জানা গিয়েছে যে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঠিক করা হয়েছে তেজস্বী যাদবকে। যদিও জোটের শরিক হতে চেয়েছিল আসাদুদ্দিন ওয়াইসির দল এমিম। কংগ্রেস ও আরজেডি রাজি থাকলেও সমস্যা বামেদের। সেই কারণেই বিষয়টি নিয়ে আগে এগোনো হয়নি।

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একাধিক ইস্যুতে চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা বিহারে, যার মধ্যে অন্যতম এসআইআর ও ভোট চুরি। তবে এর সঙ্গে এবার জুড়েছে লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা আইআরসিটিসি দুর্নীতির অভিযোগ। যদিও দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে গোটা বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তথা লালুপুত্র, তেজস্বী যাদব স্পষ্ট করে দিয়েছেন যে শেষদিন পর্যন্ত লড়ে যাবেন।