ad
ad

Breaking News

Bihar Elections

নভেম্বরেই বিহারের ভোট! দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন

ভারতের নির্বাচন কমিশন (ইসি) সোমবার বিহার বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করে। ২৪৩ সদস্যের রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর।

When Are the Bihar Elections? Announcement by EC

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: অবশেষে ঘোষণা হল বিহারের ভোট গ্রহণের দিনক্ষণ। নির্বাচন কমিশনের ঘোষণার অনুযায়ী, বিহার বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে ১৪ নভেম্বর (Bihar Elections)।

ভারতের নির্বাচন কমিশন (ইসি) সোমবার বিহার বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করে। ২৪৩ সদস্যের রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। নির্বাচনের তারিখ ঘোষণার আগে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনের নতুন প্রক্রিয়া ও নির্দেশাবলী সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার গিয়ানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশি সপ্তাহান্তে পাটনায় রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তা, লজিস্টিকস এবং আইন প্রয়োগ সংক্রান্ত প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করা হয়, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং প্রলোভনমুক্তভাবে সম্পন্ন করা যায়।

ঘোষণার আগেই বিহারের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানায় যেন রাজ্যজুড়ে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়। এছাড়া, অনেকেই বিহারে এক দফায় ভোটগ্রহণের আহ্বান জানিয়েছেন (Bihar Elections)।

জেডিইউ (JD(U))–এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা বলেন, “আমরা ইসিকে অনুরোধ করেছি এক দফায় বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে। এটা সম্পূর্ণ সম্ভব। রাজ্যে কোনো আইনশৃঙ্খলা সমস্যা নেই, নকশাল হিংসাও নেই। যদি মহারাষ্ট্রে এক দফায় ভোট হতে পারে, তবে এখানে কেন নয়?”

এদিকে, ইন্ডিয়া (INDIA) ও এনডিএ (NDA) জোটের আসন বন্টন সংক্রান্ত ঘোষণা এই সপ্তাহের শেষের দিকে প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে। রাজদ (RJD)-এর তেজস্বী যাদব জানিয়েছেন, ইন্ডিয়া জোটের আসন বণ্টনের সূত্র প্রায় চূড়ান্ত এবং শীঘ্রই তা ঘোষণা করা হবে।

২০২০ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৪টি আসনে জয়লাভ করেছিল, অন্যদিকে নীতীশ কুমারের জেডিইউ (JD(U)) পেয়েছিল ৪৩টি আসন। মহাগঠবন্ধন, যার মধ্যে ছিল রাষ্ট্রীয় জনতা দল (RJD), কংগ্রেস ও বামপন্থী দলগুলো, মোট ১১০টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেস পেয়েছিল ১৯টি, আরজেডি ৭৫টি এবং বামপন্থী দলগুলো ১৬টি আসন (Bihar Elections)।