ad
ad

Breaking News

Uttar Pradesh

উত্তরপ্রদেশে বড় সাফল্য পুলিশের, এনকাউন্টারে হত ৪ কুখ্যাত কাগ্গা গ্যাংয়ের সদস্য

সোমবার গভীর রাতে শামলী জেলার ঝিনঝানা এলাকায় পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত কাগ্গা গ্যাংয়ের ৪ সদস্যের।

Big success for police in Uttar Pradesh, 4 members of notorious Kagga gang killed in encounter

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: উত্তরপ্রদেশে অপরাধ দমনের লক্ষ্যে বড় অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার গভীর রাতে শামলী জেলার ঝিনঝানা এলাকায় পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত কাগ্গা গ্যাংয়ের ৪ সদস্যের। এই চারজনের মধ্যে অন্যতম আরশাদের মাথার দাম ছিল ১ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কাগ্গা গ্যাংয়ের অন্যতম সদস্য আরশাদকে খুঁজছিল পুলিশ। লুঠ, ডাকাতি ও হত্যাসহ এক ডজনের বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল সে। সোমবার রাতে এসটিএফের মিরাট টিম আরশাদ ও তার সঙ্গীদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে। দুষ্কৃতীরা একটি গাড়িতে সওয়ার ছিল। পুলিশ গাড়িটি আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে।

প্রায় ৪০ মিনিট ধরে চলা এই গুলির লড়াইয়ে আরশাদ-সহ ৪ দুষ্কৃতী মারা যায়। পুলিশের পালটা গুলিতে আহত হন এসটিএফ ইন্সপেক্টর সুনীল কুমার। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে করনালের হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এনকাউন্টারের পরে দুষ্কৃতীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, দেশি কারবাইন বন্দুক উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশে অপরাধ দমনে যোগী আদিত্যনাথ সরকার লাগাতার এনকাউন্টার অভিযান চালিয়ে যাচ্ছে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ৭ বছরে ২১৭ জন অপরাধী এনকাউন্টারে মারা গেছে। এছাড়া হাজার হাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাফিয়াদের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।