ad
ad

Breaking News

Bhushan Ramakrishna Gavai

৫২তম প্রধান বিচারপতি হবেন ভূষণ রামকৃষ্ণ গাভাই! কত দিনের মেয়াদ জানেন?

দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই।

Bhushan Ramakrishna Gavai will be the 52nd Chief Justice! Do you know how long the term will be?

Bangla Jago Desk: দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। দেশের ৫২ তম প্রধান বিচারপতি হবেন তিনি। কিন্তু তাঁর মেয়াদ খুবই স্বল্প, মাত্র ৬ মাস তিনি এই পদে থাকবেন।

উত্তর প্রদেশে বুলডোজার চালানো নিষিদ্ধকারী বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই হবেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি। ১৪ মে বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হবেন  তিনি। বিচারপতি গাভাইয়ের কার্যকাল ২৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত স্থায়ী হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি এসসি সম্প্রদায় থেকে আসবেন। বিচারপতি গাভাই সামাজিক ন্যায়বিচার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য পরিচিত।

১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন বিচারপতি বিআর গাভাই। তাঁর বাবা আরএস গাভাই ছিলেন একজন বিখ্যাত রাজনীতিবিদ, যিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া -এর একজন এমপি এবং পরে একজন রাজ্যপাল ছিলেন। তার ভাই রাজেন্দ্র গাওয়াইও একজন রাজনীতিবিদ। বিচারপতি গাভাই নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন এবং ১৯৮৫ সালে আইন অনুশীলন শুরু করেন। এরপর তিনি বোম্বে হাইকোর্টে আইন অনুশীলন করেন। ২০০০ সালে, তাকে বোম্বে হাইকোর্টে স্থায়ী বিচারক করা হয়। ২০১৯ সালে, তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। এবার তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন।