ad
ad

Breaking News

নিষিদ্ধ বাজি

দীপাবলিতে নিষিদ্ধ বাজি

Bangla Jago Desk:  প্রতিবছর শীতকালে দূষণে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। দূষণ বেশি মাত্রায় দেখা যায়  দীপাবলির সময় করে। দীপাবলির সময়ে যে পরিমাণ আতশবাজি ফাটানো হয় তাতে এক মুহূর্তের মধ্যে রাজধানীতে বাতাসের পরিস্থিতি একেবারে বদলে যায়। প্রতি বছর দিল্লী সরকার দূষণ ঠেকাতে বিস্তর আলোচনা করে থাকেন। গত বছর দিল্লী সরকার সমস্ত রকম বাজী নিষিদ্ধ […]

Bangla Jago Desk:  প্রতিবছর শীতকালে দূষণে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। দূষণ বেশি মাত্রায় দেখা যায়  দীপাবলির সময় করে। দীপাবলির সময়ে যে পরিমাণ আতশবাজি ফাটানো হয় তাতে এক মুহূর্তের মধ্যে রাজধানীতে বাতাসের পরিস্থিতি একেবারে বদলে যায়। প্রতি বছর দিল্লী সরকার দূষণ ঠেকাতে বিস্তর আলোচনা করে থাকেন। গত বছর দিল্লী সরকার সমস্ত রকম বাজী নিষিদ্ধ করেছিলেন দীপাবলিতে। দীপাবলিতে  দিল্লি যাতে ‘গ্যাস চেম্বারে’ পরিণত না হয়,  তাই আগেই কেজড়িওয়াল সরকার ঘোষণা করে দিলেন কোন ধরণের বাজি পোড়ানো যাবে না ।

দিল্লীর পরিবেশ মন্ত্রী  গোপাল রাই  জানিয়েছেন এবার দীপাবলিতে ‘গ্রিন ক্র্যাকার’ সহ কোন ধরণের বাজি পোড়ানো যাবেনা। দূষণ সামাল দিতেই এই কড়া পদক্ষেপ নিলেন দিল্লী সরকার। দিল্লি পুলিশকে ইতিমধ্যেই এ বিষয়ে নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লীতে বাজি তৈরি ও বাজি বিক্রির লাইসেন্স  বাতিল করার নির্দেশ দিয়ে কড়া নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। কেবল তাই নয় বাসিন্দারাও উৎসবে মোজে গিয়ে বাজি না ফাটান সেই বিষয়য়েও সচেতনতা বাড়ানোর কথা জানিয়েছেন সরকার।

মন্ত্রী আরও জানিয়েছেন, অনেক ক্ষেত্রে প্রতিবেশী রাজ্যগুলি থেকে দিল্লিতে বাজি ঢোকে। সীমানা এলাকাগুলি দিয়ে যাতে বাজি দিল্লিতে না ঢুকতে পারে, সেই বিষয়টিও পুলিশকে সুনিশ্চিত করতে হবে। দূষণ কী ভাবে কম করা যায় , তা নিয়ে আলোচনা করতে আগামী ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে বৈঠক ডেকেছেন পরিবেশ মন্ত্রী। ২৪ জন পরিবেশ বিশেষজ্ঞ এবং পরিবেশ সংক্রান্ত সংগঠনগুলিকে নিয়ে  এই বৈঠক হবে। দিল্লি সরকার সূত্রে খবর, দীপাবলি এবং শীতের মরসুমগুলিতে কী ভাবে দূষণ কম করা যাবে , তা স্থির করতে অক্টোবরে ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।