Bangla Jago Desk : সিকিউরিটি চেকিংয়ের যুগান্তকারী পদক্ষেপের পথে বেঙ্গালুরু বিমানবন্দর। অটোমেটিক স্ক্যান হবে লাগেজ,বেঙ্গালুরু বিমানবন্দরে এবার বিশেষ ব্যবস্থা। এবার থেকে আর সিকিউরিটি চেকিংয়ের ঝক্কি পোয়াতে হবে না যাত্রীদের, খুব সহজেই হবে গোটা প্রক্রিয়া। দেশের প্রথম বিমানবন্দর যেখানে এই ব্যাবস্থা করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। ধীরে ধীরে দেশর সকল ব্যস্ততম বিমানবন্দরে এই ব্যাবস্থা চালু করা হবে।
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, বেঙ্গালুরু বিমানবন্দরে এই প্রক্রিয়া বন্ধ করা হতে চলেছে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ এর যাত্রীরা খুব শীঘ্রই তাঁদের হ্যান্ডব্যাগের ভিতরে নিজেদের ডিভাইসগুলি রেখেই সিকিউরিটি চেক করে এগিয়ে যেতে সক্ষম হবেন।এই বিমানবন্দরটি ভারতে প্রথম হবে যা ডিসেম্বরের মধ্যে টার্মিনালে CTX মেশিনে যাত্রী পরীক্ষা শুরু করবে।এই CTX মেশিনগুলি স্বয়ংক্রিয় ট্রে রিট্রিভাল সিস্টেম এবং ফুল-বডি স্ক্যানারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। যা যাত্রীদের নিরাপত্তা চেকপয়েন্টে তাঁদের হ্যান্ডব্যাগের মধ্যে তাদের ডিভাইসগুলি বহন করার অনুমতি দেবে। যা যাত্রীদের বিশেষ সুবিধা জনক হবে।
এই নতুন বছরের শুরুর দিকে, নতুন দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ২ এবং ৩ এর সমস্ত প্রবেশ এবং বোর্ডিং গেটে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তি-ভিত্তিক ডিজিযাত্রা সুবিধা মিলতে পারে। ডিজিযাত্রা হল একটি বায়োমেট্রিক বোর্ডিং সিস্টেম, যা ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করে। সিস্টেমটি অবশ্য যাত্রীদের তথ্য সংগ্রহের বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে।এই পদ্ধতি চালু হবে চেকপয়েন্টগুলিতে প্রক্রিয়াকরণের সময়কে কমে যাবে এবং নিরাপত্তার মধ্য দিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ট্রেগুলির সংখ্যাও কমবে।