ad
ad

Breaking News

Draupadi Murmu

আদিবাসীদের কাছে পৌঁছচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, সরব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের প্রান্তিক মানুষজন থেকে শুরু করে আদিবাসী সমাজের মানুষজনের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে না।

Benefits of central projects are not reaching tribals, says President Draupadi Murmu

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভারতের প্রান্তিক মানুষজন থেকে শুরু করে আদিবাসী সমাজের মানুষজনের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে না। এমনই আক্ষেপ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর কথায়, এই প্রকল্পের সুবিধা না পৌঁছনোর অন্যতম প্রধান কারণই হল, নিজস্ব জমি না থাকা।

প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো একাধিক প্রকল্পের সুবিধা পাওয়াই নির্ভর করে জমি থাকা, না থাকার উপর। জমি না থাকলে সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে প্রান্তিক এবং আদিবাসী সমাজের একটা বড় অংশের মানুষের বসবাস এখনও জঙ্গলে ও পাহাড়ী এলাকাতে। তাদের নিজের নামে নথিভুক্ত নেই জমি। যার জেরে এই প্রকল্পের সুবিধা পৌঁছয় না তাদের কাছে।

সেটাই আত্ক্ষেপ রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, তিনি আদিবাসী হওয়ার জন্যই তাদের মানসিকতা ও ভাবনাচিন্তা বোঝেন। উত্তরাখন্ডের রাজভবনে আদিবাসীদের সঙ্গে আলাপচারিতা করতে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, এই জমির সমস্যা সর্বত্র। আদিবাসীদের জন্য কতটা জমি বরাদ্দ, তা পুরোটাই বেঁধে দিয়েছে রাজ্য সরকার।

তারপরও ৫ একর জমি চাওয়ায়, তিনি রাজ্য সরকারকে অনুরোধ করে, তাদের সমস্যার কথা জানাবেন বলে জানান। রাষ্ট্রপতির মতে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো একাধিক প্রকল্পের সুবিধা পেতে ভূমিহীন আদিবাসীদের অবশ্যই দ্রুততার সঙ্গে জমি পাওয়া উচিত। সেইসঙ্গে আদিবাসীদের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যকে যৌথভাবে এগিয়ে আসতে হবে বলেই মত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।