ad
ad

Breaking News

ভারতীয় ক্রিকেট বোর্ড

বড়সড় সিদ্ধান্ত নিল বিসিসিআই! ভারত জিতলেও হবে না বিশেষ প্রদর্শন

Bangla Jago Desk: বায়ুদূষণ মাত্রাতিরিক্তভাবে বাড়ার কারণে বন্ধ হল আতশবাজির প্রদর্শন। বুধবার এমনই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড ( BCCI)। মূলত, মুম্বই এবং দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধি হওয়ার কারণেই এই দুটি শহরের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ভারত বিশ্বকাপের যে কোন ম্যাচ যদি এই দুটি শহরে পড়ে এবং তাতে জয়ী হলেও ফাটানো যাবে না […]

Bangla Jago Desk: বায়ুদূষণ মাত্রাতিরিক্তভাবে বাড়ার কারণে বন্ধ হল আতশবাজির প্রদর্শন। বুধবার এমনই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড ( BCCI)। মূলত, মুম্বই এবং দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধি হওয়ার কারণেই এই দুটি শহরের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ভারত বিশ্বকাপের যে কোন ম্যাচ যদি এই দুটি শহরে পড়ে এবং তাতে জয়ী হলেও ফাটানো যাবে না আতশবাজি। ফলে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত ঘিরে রীতিমত তোলপাড় শুরু হয়েছে।

আগামী ২ নভেম্বর মুম্বইতে ভারতের বিপক্ষে নামছে শ্রীলঙ্কা। এবং অন্যদিকে দিল্লিতে পরবর্তী ম্যাচ ৬ নভেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। ফলে এই দুটি ম্যাচে সহ বাকি কোনও ম্যাচেই জ্বলবে না আতশবাজি। আসলে মঙ্গলবার পলিউশন কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। এই তালিকার শীর্ষে রয়েছে দিল্লির নাম। অন্যদিকে, মুম্বই পেছনে থাকলেও, এই শহরেও লক্ষনীয় হারে দূষণ বাড়ছে। যে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দেশের মধ্যে দূর্ষণের মাপকাঠিতে শীর্ষস্থানে উঠে এসেছে দিল্লি। অক্টোবরের রিপোর্ট অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেস্কের(AQI) ২১০-এ পৌঁছালো রাজধানী। এই রিপোর্টটি মঙ্গলবার প্রকাশ করেছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড(CPCB)। এই তালিকায় দিল্লি ছাড়াও রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের নাম। গত বছর অবশ্য ২০০-এর গণ্ডি পেরোয়নি। ২০২২ সালের অক্টোবরে যখন তালিকা প্রকাশ হয়েছিল, তখন ১৭৩ ছিল দিল্লির দূষণ। তবে এবার কেন এত বাড়ল, তা নিয়ে চিন্তায় দিল্লি সরকার এবং পরিবেশবিদরা।

Free Access