চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: সপ্তাহে ২ দিন ছুটি, কর্মচারীদের সংখ্যাবৃদ্ধি সহ একাধিক দাবিতে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। উল্লেখ্য, ২২ফেব্রুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপর রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকে। এখন ২২থেকে ২৫ ফেব্রুয়ারি টানা ৪দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় পরিষেবা থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ।
ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের অভিযোগ, কেন্দ্রে মোদী সরকার আসার পর ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সাধারণ কর্মীর সংখ্যা ১.১৪ লক্ষ কমেছে। কর্মীর সংখ্যার কমায় একদিকে ব্যাহত হচ্ছে ব্যাঙ্কের পরিষেবা অন্যদিকে কর্মী থেকে অফিসার সবার চাপ কয়েকগুণ বেড়েছে। তাঁদের দাবি,পরিষেবার চাপ সামলাতে না পেরে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। অনেকেই আবার চাকরি ছেড়ে দিতে বাধ্য হন।
এই অবস্থায় কর্মী নিয়োগ এবং প্রতি সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে পরবর্তী মাসের ২৪ এবং ২৫ তারিখে দেশ জুড়ে টানা দু’দিন ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। তাঁদের আরও দাবি, ১০ বছরে বহু কর্মী অবসর নিয়েছেন, অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন। পরিবর্তে কেন্দ্রীয় সরকার সেভাবে কোনও কর্মী নিয়োগ করেনি। আন্দোলনকারীদের অভিমত, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শিল্পে এখন অফিসার নন এমন সাধারণ কর্মীদের ১.১৪ লক্ষ পদ খালি পড়ে রয়েছে। কর্মীদের মানসিক চাপ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ধাক্কা খাচ্ছে গ্রাহক পরিষেবা ।সংগঠনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৫ জানুয়ারি সংগঠনের কর্মকর্তাদের বৈঠক কলকাতায় হবে।